• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আগস্টের শুরুতেই রিয়ালের মুখোমুখি হচ্ছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জুলাই ২০১৮, ১০:৫৬

বিশ্বকাপ শুরুর পরপরই ফের মাঠে দেখা যাবে ফুটবলের সব বড় তারকাদের। আগামী ২০ জুলাই থেকে ১৮ দল নিয়ে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ (আইসিসি)। চলবে ১২ আগস্ট পর্যন্ত। প্রাক মৌসুমের প্রস্তুতিমূলক এই আসরে মাঠ মাতাবে ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলো।

ক্লাব ফুটবলের প্রীতি টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রের ১৫টি, ইউরোপের ৭টি ও সিঙ্গাপুরের একটি ভেন্যু নিয়ে আয়োজন করা হচ্ছে। এতে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অংশ নিচ্ছে আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটসপার। ইতালিয়ান ক্লাবগুলো থেকে খেলার সুযোগ পেয়েছে এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাস ও এএস রোমা।

আইসিসি’র ষষ্ঠ আয়োজনে স্প্যানিশ লা লিগা থেকে মাঠ মাতাবে অ্যাথলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। জার্মান বুন্দেস লিগার দলগুলো হচ্ছে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড।

এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লায়ন। এছাড়া পতুর্গিজ প্রিমিরা লিগার একমাত্র দল হিসেবে সুযোগ পেয়েছে বেনফিকা।