• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

রিয়াল ছাড়ার কারণ জানালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুলাই ২০১৮, ১৯:১৮

রিয়াল মাদ্রিদে ৯ বছরের রাজত্ব শেষ করে জুভেন্টাসে পাড়ি জমালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লস ব্লাঙ্কোসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হয়েছে। স্প্যানিশ ক্লাবটির সতীর্থরাও সোশ্যাল মিডিয়ায় বিদায় জানাতে শুরু করেছেন সিআর সেভেনকে। অন্যদিকে ইতালিয়ান জায়ান্টরা পর্তুগিজ মহাতারকাকে বরণ করতে শেষ প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। বিদায়ী বার্তায় ঐতিহ্যবাহী দলটির সমর্থকদের কাছে খোলা চিঠি দিয়েছেন রোনালদো।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড লিখেছেন, মাদ্রিদ শহর ও রিয়ালে কাটানো বছরগুলো সম্ভবত আমার জীবনের সবচেয়ে আনন্দের সময়। ক্লাব, সমর্থক এবং এই শহরের প্রতি ভীষণ কৃতজ্ঞ। যেভাবে তারা আমাকে ভালোবেসেছে, আমার প্রতি যে আবেগ দেখিয়েছে, ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে।
--------------------------------------------------------
আরও পড়ুন : আর্জেন্টিনার রক্ষণভাগে নতুন সেনানী!
--------------------------------------------------------

২০০৯ সালে যোগ দেয়ার পর রিয়ালের জার্সিতে ১৬টি শিরোপা ও ৪৫১টি গোল করেছেন পর্তুগালের অধিনায়ক। দীর্ঘদিন বিশ্বের অন্যতম সেরা দলটি পরিবর্তনের কারণটা জানিয়েছেন এই ফরোয়ার্ড।

রোনালদো বলেন, আমি মনে করেছি, জীবনের নতুন ধাপে পা রাখার সময় হয়েছে। এ কারণই ক্লাবকে বলেছিলাম আমাকে চলে যাওয়ার অনুমতি দেয়ার জন্য। সিদ্ধান্তটা কঠিন ছিল। আমি এর জন্য ক্ষমা প্রার্থী। ক্লাবের সমর্থকদের অনুরোধ করবো, দয়া করে আমাকে বোঝার চেষ্টা করুন। অসাধারণ ৯টি বছর কেটেছে এখানে। ৯টি অতুলনীয় বছর। এবছরগুলো জীবনের সবচেয়ে রোমাঞ্চকর।

সান্তিয়াগো বার্নব্যুর হয়ে ক্যারিয়ারের সেরা সময় পাড় করেছেন গেলো একযুগের অন্যতম সেরা ফুটবলার। এনিয়ে তিনি বলেন, রিয়ালে আমি কঠিন সময়ও কাটিয়েছি, কারণ আমার ওপর তাদের অনেক প্রত্যাশা ছিল। আমি এটা নিয়ে সব সময়ই সচেতন ছিলাম। এখানে অসাধারণ ফুটবল যতটা উপভোগ করেছি, তা কখনও ভুলব না। ড্রেসিংরুম ও মাঠে অসাধারণ সব সঙ্গী পেয়েছি। দুর্দান্ত সব সমর্থকের যে আবেগ সেটা সব সময় টের পেয়েছি। এবং সবাই মিলে আমরা টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি এবং পাঁচ বছরে চারটি ট্রফি জিতেছি।

২০০৩ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ১৮ বছর বয়সী রোনালদো। ১২.২৪ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়ে সেসময় পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন। কারণ ইংলিশ ফুটবলের ইতিহাসে কোনো টিনএজ ফুটবলারকে এতো দাম দিয়ে কেনেনি কেউ।

২০০৯ সালে টানা ছয় বছর ইংলিশ প্রিমিয়ার লিগ রাজত্ব করে ৮০ মিলিয়ন পাউন্ডে লা লিগায় পাড়ি জমান এই ফরোয়ার্ড। রেড ডেভিলসদের জার্সিতে ক্যারিয়ারের প্রথমবার জিতে নেন ব্যালন ডি অ’র শিরোপা। ম্যানইউ থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেবার মূল্যটি ওই সময়কার বিশ্বরেকর্ড।

মাদ্রিদের ক্লাবটিকে বিদায় বেলায় এই তারকা বলেন, এখানে থেকেই ব্যক্তিগতভাবে ৪টি ব্যালন ডি অ’র ও ৩টি গোল্ডেন বুট জিতেছি। এই অসাধারণ এক ক্লাবে খেলেছি বলেই এত অর্জন আমার ক্যারিয়ারে। রিয়াল মাদ্রিদ আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমার পরিবারের হৃদয়েও জায়গা করে নিয়েছে। আর এ কারণেই অন্য যে কোনও সময়ের চেয়েও বেশি করে বলতে চাই, ধন্যবাদ।

দলটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রোনালদো বলেন, ক্লাব সভাপতি, বোর্ড, আমার সতীর্থ, সব কোচ, ফিজিও এবং ক্লাবের অসাধারণ সব কর্মীদেরও ধন্যবাদ জানাতে চাই। যারা ক্লান্তিহীনভাবে সবকিছু সচল রাখছেন, ছোটখাটো সব বিষয়ে নজর রাখছেন। সব সমর্থক ও স্প্যানিশ ফুটবলের প্রতি আবারও অসংখ্য ধন্যবাদ। এই নয় বছরে আমি বিশ্বের সেরা কিছু খেলোয়াড়ের বিরুদ্ধেও খেলেছি। আমি তাদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি।

খোলা চিঠিতে পর্তুগিজ ফরোয়ার্ড বলেস, আমি অনেক লম্বা সময় নিয়ে ভেবেছি এবং এই সিদ্ধান্ত নিয়েছি যে, জীবনে নতুন কিছু শুরু করার সময় এসেছে। আমি এই জার্সি ছেড়ে যাচ্ছি। কিন্তু যেখানেই থাকি না কেন এই ক্লাব ও স্যান্তিয়াগো বার্নাব্যু আমার জীবনের অংশ হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। এই স্টেডিয়ামে ৯ বছর আগে প্রথমবার যেমন বলেছিলাম, হালা মাদ্রিদ!

মঙ্গলবার লা লিগার দলটি ছেড়ে জুভেন্টাসের পথে পা বাড়িয়েছেন এই কিংবদন্তি। ইতালিয়ান ক্লাবটির ইতিহাসে রেকর্ড গড়ে ১০৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে সাদা কালো শিবিরে যোগ দিচ্ছেন রোনালদো।

আরও পড়ুন :

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
‘রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির ম্যাচটি দুর্দান্ত’
ড্রয়ে শেষ রিয়াল-সিটির লড়াই
চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
X
Fresh