• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এক যুগ পর বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুলাই ২০১৮, ০২:১১

রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছালো ফ্রান্স। সেমিফাইনালে প্রতিবেশী দেশটিকে ১-০ গোলে হারিয়ে ১২ বছর পর ফাইনাল নিশ্চিত করলো লস ব্লুসরা। সবশেষ ২০০৬ সালে জার্মান বিশ্বকাপে ইতালির বিপক্ষে টাই ব্রেকারে ৫-৩ গোলে হেরে নিজেদের দ্বিতীয় শিরোপা থেকে বঞ্চিত হয় ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা।
এদিন সেন্ট পিটার্সবার্গে বেলজিয়ানদের বিপক্ষে একমাত্র গোলটি করেন স্যামুয়েল উমতিতি। ম্যাচের ৫১ তম মিনিটে হেডের মাধ্যমে গোলটি করেন বার্সেলোনার এই তারকা ডিফেন্ডার।
চলতি বিশ্বকাপের শুরুতে ফ্রান্সকে অনেকেই তালিকার প্রথম দিকে যায়গাই দেয়নি। তবে গ্রুপ লিগে সেরা হয়ে শেষ ষোলোতে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে ৪-৩ গোল হারিয়ে দেয় দিদিয়েরে দেশমের দল।
শেষ আটে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন গ্রিজম্যান-এমবাপেরা। এতে বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার হিসাবে উঠে আসে শেষ চারে।
এদিন ২৫টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকা বেলজিয়ামকে হারিয়ে শিরোপা জেতার দ্বারপ্রান্তে চলে গেলো জিনেদিন জিদানের উত্তরসূরিরা।
বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিতে নামবে ইংল্যান্ড। এই ম্যাচের জয়ী দলটির সঙ্গেই আগামী ১৫ জুলাই রবিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে স্বপ্নের শিরোপার জন্য লড়াইয়ে নামবে ফ্রেঞ্চরা।
ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh