• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যেভাবে সেমিফাইনালে চার দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুলাই ২০১৮, ২০:৫৯

রাশিয়া বিশ্বকাপ এখন ক্রান্তিলগ্নে অবস্থান করছে। আর মাত্র সাতদিন পর বিদায় ঘটবে বিশ্বকাপের। দেখতে দেখতে বিশ্বকাপের ৬০টি ম্যাচ শেষ হয়েছে। আর বাকি রয়েছে ৪টি ম্যাচ। তন্মধ্যে রয়েছে দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ।

৩২ দল থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে ২৮ দল। এখনও পর্যন্ত টিকে রয়েছে ৪টি দল। আগামী ১০ জুলাই প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে বেলজিয়াম। আর ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

এবারের বিশ্বকাপে যাদের হট ফেবারিট হিসেবে ধরা হয়েছিল তাদের মধ্যে ফ্রান্স, ইংল্যান্ড ও বেলজিয়াম তাদের যোগ্যতা প্রমাণ করেছে। ক্রোয়েশিয়া ফেবারিট তকমার বাইর থেকে নিজেদের যোগ্যতাবলে সেমিফাইনালে অবস্থান করছে। এবার যদি তারা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালেও যায় তবে অবাক হওয়ার কিছুই নেই।

দেখে নিবো চার দলের সেমিফাইনাল যাত্রা কতটা সুখকর হয়েছে। সেমিফাইনালের চার দলের মধ্যে একই গ্রুপ থেকে উঠেছে দুই দল। তারা হলো বেলজিয়াম ও ইংল্যান্ড। তারা গ্রুপ জি থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করে।