• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতকে হারিয়ে সিরিজে টিকে থাকলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুলাই ২০১৮, ১০:১৭

কার্ডিফ বরাবরই ইংল্যান্ডের জন্য পয়মন্ত ভাবা হয়। গতকালও এর ব্যতিক্রম হলো না। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটে ভারতকে হারিয়ে জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ে সিরিজে টিকে রইলো ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই।

শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে ভারত। অথচ ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল ছিল না ভারতের। ২২ রানে ভারত হারায় ৩ উইকেট। শুরুটা রোহিত শর্মাকে দিয়ে। জেক বলের শর্ট বল পুল করতে গিয়ে রোহিত (৫) ক্যাচ দেন বাটলারের হাতে। শেখর ধাওয়ান (১০) আউট হন রান আউটে কাটা পড়ে। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল (৬) বোল্ড হন লিয়াম প্ল্যাঙ্কেটের বলে।

--------------------------------------------------------
আর পড়ুন : অভিশপ্ত কাজানেই সলিল সমাধি সাম্বার ব্রাজিলের
--------------------------------------------------------

তৃতীয় উইকেটে সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন অধিনায়ক বিরাট কোহলি। ২০ ব ২৭ রান করা রায়না সাজঘরে ফেরেন স্ট্যাম্পড হয়ে। আদীল রশিদের বলে এগিয়ে এসে মারতে গিয়ে বল মিস করেন বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো স্ট্যাম্পড হন রায়না।