• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেইমারের ব্রাজিলকে হতাশ করে সেমিফাইনালে বেলজিয়াম

অনলাইন ডেস্ক
  ০৭ জুলাই ২০১৮, ০২:৪০

গত ১৫ ম্যাচে অপরাজিত ব্রাজিল দল মাঠে নেমেছিল। সেই রেকর্ড আর অক্ষত রাখতে দিলো না বেলজিয়াম। পাঁচবারের বিশ্ব সেরা দলটিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলো রেড ডেভিলসরা।

১৯৯৪ সাল থেকে এই নিয়ে একটানা সাতবার কোয়ার্টার ফাইনালে খেলতে নামে দক্ষিণ আমেরিকার দেশটি। অন্যদিকে বেলজিয়াম এই নিয়ে পরপর দুটি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলছে। ২০১৪ সালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে ইউরোপের দেশটিকে বিদায় নিতে হয়।

কাজান এরিনা স্টেডিয়ামে শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামের বিরুদ্ধে দারুণ লড়াই করেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তিতের শিষ্যদের। নেইমার, কুতিনহোরা চেষ্টা করলেও গোল করতে পারেননি। শেষ পর্যন্ত হেরেই সেলেকাওদের রাশিয়াকে বিদায় জানাতে হচ্ছে।

গ্যালারি আজ ভরিয়ে ফেলেছিলেন ব্রাজিল সমর্থকেরা। বেলজিয়াম ভালো দল হলেও জেতার ব্যাপারে সবাই বেশ আত্মবিশ্বাসী ছিলেন। শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিলেন জেসুস পলিনহোরা। শুরুতেই যেনো গোল পেয়ে যাবে ব্রাজিল এমনটাই মনে হচ্ছিল।