• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে একযুগ পর কোয়ার্টারে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ জুলাই ২০১৮, ০৪:৫৪

সব শেষ ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। তারপরে শেষ দুটি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলেও শেষ আটে জায়গা করে নিতে পারেনি। তবে রাশিয়া বিশ্বকাপে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ১২ বছর পর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো হ্যারি কেন নেতৃত্বাধীন দলটি।

এদিন ম্যাচের শুরুর আগেই দক্ষিণ আমেরিকার দলটির জন্য খারাপ খবর ছিল। চোটের কারণে গেলো বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী হামেস রদ্রিগেজ মাঠের বাইরেই ছিলেন। রাদেমাল ফ্যালকাওকে সামনে রেখে আক্রমণ সাজিয়েছিল কলম্বিয়া।

এদিকে ইংলিশরাও কেনের নেতৃত্বে আক্রমণ চালাতে থাকে। তবে প্রথমার্ধে কোনও দলই বিশেষ সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে বক্সে ফাউল হলে পেনাল্টি পায় ইউরোপের দেশটি। চলতি বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন টটেনহ্যাম হটসপার তারকা কেন।

দ্বিতীয়ার্ধে থ্রি লায়ন্সরা বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল আসেনি। ওদিকে কলম্বিয়ানরাও কম যায়নি। বেশ কয়েকবার আক্রমণে উঠেছিল। তবে অধিনায়ক ফ্যালকাও এদিন নিষ্প্রভ ছিলেন। বায়ার্ন মিউনিখ তারকা রদ্রিগেজের অভাব যেনো বারবার অনুভূত হচ্ছিল।