• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সাম্পাওলি ছাড়া সবাইকে আগুয়েরোর ধন্যবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৮, ১৬:৪৯

রাশিয়া বিশ্বকাপ থেকে ফ্রান্সের সঙ্গে হেরে ছিটকে পড়েছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই সঙ্গে আর্জেন্টিনার শিরোপা ছোঁয়ার আক্ষেপে যুক্ত হলো আরো চার বছর। ২০২২ সালে যখন আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ মিশনে নামবে তখন তাদের শিরোপা খরা গিয়ে দাঁড়াবে ৩৬ বছরে।

এবারের বিশ্বকাপে তাদের মিশন ছিল ৩২ বছরের শিরোপা খরা কাটানোর। কিন্তু আইসল্যান্ডের সঙ্গে ড্র করে মিশন শুরু করার পর ক্রোয়েশিয়ার কাছে উড়ে যায় আলবেসিলেস্তেরা। এরপরই কোচ ও খেলোয়াড়দের দ্বন্দ্বেন খবর প্রকাশ হয় মিডিয়ায়। এমনকি শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে সাম্পাওলিকে কোচ হিসেবে চায় না মেসিরা এমনও কথা চাউর হয়।

ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজয়ের পর কোচ মিডিয়ার সামনে বলেন, খেলোয়াড়রা তার কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। এরপরই মিডিয়ার সামনে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন দলের তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। উল্টো আগুয়েরো বলেন, কোচকে যা ইচ্ছা বলতে দিন।

নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে জয়ের পর সাম্পাওলি বলেন খেলোয়াড়দের সঙ্গে কোনও সমস্যা নেই। ওটা মিডিয়ার তৈরি ছিল। আসলে দ্বন্দ্ব ছিল কী ছিল না তা আরো একবার প্রকাশ পেয়ে গেলো আগুয়েরোর ধন্যবাদ বার্তায়।

নক আউট পর্ব থেকে বাদ পড়ে যাওয়ার পর আর্জেন্টিনা দল ইতোমধ্যে রাশিয়া ত্যাগ করেছে। কেউ কেউ আর্জেন্টিনাতে ফিরে গেলেও বেশির ভাগ খেলোয়াড়রা তাদের যার যার ক্লাবে ফিরে গেছে।

বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়ার পর এই প্রথম কোন পোস্ট করেন আগুয়েরো। সোমবার নিজেরে ইন্সটাগ্রামে খেলোয়াড়, চিকিৎসক, ফিজিও এবং শেফদের কে ধন্যবাদ জানান। কিন্তু তার ধন্যবাদ বার্তার কোথায় কোচ ও ম্যানেজমেন্টের কারো নামগন্ধও ছিল না।

আগুয়েরো বলেন, আমার ছেলে, পরিবার এবং বন্ধুরা যারা আমাকে প্রতিদিন সঙ্গ দেয় তাদেরকে ধন্যবাদ জানানোর এটাই সময়।

তিনি আরো বলেন, আর্জেন্টিনা এবং আরও অনেক দেশ থেকে যারা আবেগ ও ভালোবাসা নিয়ে সমর্থন করেছেন তাদেরকে ধন্যবাদ। এবং সবার আগে ধন্যবাদ আমার সতীর্থদের যারা প্রতিটি ম্যাচে সবটুকু উজাড় করে দিয়ে খেলার জন্য বিশ্বের সেরা।

ম্যানসিটির তারকা ফরোয়ার্ড আরও বলেন, ধন্যবাদ দলের চিকিৎসক, ফিজিও এবং শেফদের যারা দারুণ একটা দলের অংশ। সবসময় একসঙ্গে লড়াই চালিয়ে যাব। আর্জেন্টিনা আমি তোমাকে ভালোবাসি।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করল ইউরোপের ফুটবল ক্লাবগুলো
X
Fresh