• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইংল্যান্ডের বিপক্ষে অনিশ্চিত রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৮, ১০:৫৬

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। তারপরে ২০১০ বিশ্বকাপে শেষ ষোলোয় পৌঁছালেও গেলোবারের ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয়েছে। আর সেই অবস্থা থেকে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে মরিয়া ইংল্যান্ড। এদিকে দক্ষিণ আমারিকার দেশটিও শেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে। ফলে তারাও শেষ আটের লড়াইয়ে মরিয়া হয়ে নামবে।

গ্যারেথ সাউথগেটের মরিয়া হবার যথেষ্ট কারণ রয়েছে। গেলো দশ বছরে ইংল্যান্ড কোনও নক আউটে জেতেনি। ফলে এবার সুযোগ রয়েছে। তার উপরে জার্মানি, স্পেন, আর্জেন্টিনার মতো বড় দলগুলো বিদায় নেয়ায় ইংল্যান্ডের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে বলে মনে করছেন সাউথগেট।

৪৭ বছর বয়সী এই কোচের আমলে অন্য ইংল্যান্ডকে দেখা যাচ্ছে। তবে কলম্বিয়াসহ সব দলকেই সমীহ করছেন ইংলিশরা। তা সত্ত্বেও মাঠে সেরাটা দিতে মরিয়া থ্রি লায়ন্সরা।

-------------------------------------------------------------------
আরও পড়ুন : অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে বেলজিয়াম
--------------------------------------------------------------------