• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিল-মেক্সিকো গোলশূন্য প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুলাই ২০১৮, ২০:৪১

হেক্সা মিশনে এগিয়ে যাওয়ার পথে মেক্সিকোর বিপক্ষে মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রাশিয়ার সামারায় বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। যা সরাসরি সম্প্রচার করছে বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা টিভি, সনি টেন-২ ও সনি ইএসপিএন।

ইতোমধ্যে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে। কোন দলই এখন পর্যন্ত গোলের দেখা পায়নি। খেলার শুরুতেই তৃতীয় মিনিটে বামপাশ দিয়ে গুয়ারদাদোর উঁচু করে তোলা বল রুখে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। ফিরতি বলে শট নেন হেরেরা, তবে ব্রাজিল তারকা মিরান্ডার পায়ে বল লাগলে কোনো অঘটন হয়নি ব্রাজিলের জন্য।

পঞ্চম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া নেইমারের জোরালো শট রুখে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। ১৫তম মিনিটের মাথায় লোজানোর প্রচেষ্টা ব্যর্থ হলে হতাশা বাড়ে মেক্সিকানদের। ১৭ মিনিটে আবারো লোজানোর জোরালো শট, এবার বল ক্লিয়ার করেন উইলিয়ান।

২২ মিনিটের মাথায় ফাঁকায় দাঁড়ানো গালার্দোর জোরালো শট নিলেও ব্রাজিল ডিফেন্সে বাধা পায়। ২৫ মিনিটে নেইমারের দারুণ ড্রিবলিং গোলের সুযোগ করে দিয়েছিল। এবারো প্রস্তুত ছিলেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। দারুণ এক সেভ করেন তিনি। পরের মিনিটে গোলবারের ঠিক সামন থেকে জেসুস শট নেন, বল বাধা পায় মেক্সিকান ডিফেন্সে। ফিরতি বলে কুতিনহো শট নিলেও বল চলে যায় গোলপোস্টের উপর দিয়ে।

৩০ মিনিটে কার্লোসের শট ব্রাজিলের পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৩৩ মিনিটে জেসুসের শট রুখে দেন ওচোয়া। পরের মিনিটে কুতিনহোর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মেক্সিকান ডিফেন্ডাররা।

শেষ পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোন গোল ছাড়াই বিরতিতে যেতে হয় উভয় দলকে।

এই ম্যাচের আগে ব্রাজিল দলের জন্য দুঃসংবাদ ছিল অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলোর না থাকা।

বিশ্বকাপে এর আগে চার বার দেখা হয়েছিল ব্রাজিল-মেক্সিকোর। এর মধ্যে তিন বারই জিতেছে ব্রাজিল, একটি ড্র। খায়নি কোনো গোলও। মেক্সিকো নিয়মিত শেষ ষোলোতে উঠলেও সেখান থেকে বাদ পড়াটাই তাদের নিয়তি হয়ে গেছে।

ব্রাজিল একাদশ
অ্যালিসন, ফ্যাগনার, সিলভা, মিরান্ডা, লুইজ, পাওলিনহো, কুতিনহো, কাসেমিরো, উইলিয়ান, জেসুস, নেইমার।

মেক্সিকো একাদশ
ওচোয়া, গালার্দো, সালসিডো, আয়ালা, আলভারেজ, মারকুয়েজ, হেরেরা, গুয়ারদাদো, ভেলা, লোজানো, হার্নান্দেজ।

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
X
Fresh