• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইংলিশদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুন ২০১৮, ০৩:২২

‘জি’ গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে চলে গেল বেলজিয়াম। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দিলো রেড ডেভিলসরা। ৯ পয়েন্ট নিয়ে পরের পর্বে পৌঁছে গেলো তারা। এদিকে ইংলিশরা ম্যাচ হেরে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করে পরের রাউন্ডে গেলো।

এই ম্যাচের আগে দুই দলই দুটি করে ম্যাচ জিতেছিল। পরের রাউন্ডও নিশ্চিত হয়ে গিয়েছিল। গ্রুপের অন্য দুটি দল তিউনিশিয়া ও পানামা ২টি করে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। ফলে এদিন হারলেও ইংল্যান্ড অথবা বেলজিয়াম দুই দলই পরের রাউন্ডে উঠতো। ফলে নক আউটে নামার আগে দুই দলই নির্ভরযোগ্য খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চের ক্ষমতা যাচাই করে নিতে চেয়েছিল।

ইংল্যান্ড কোচ সাউথগেট দলে ৮টি পরিবর্তন আনেন। বেলজিয়ামও দলে পরিবর্তন আনে। হ্যাজার্ড, লুকাকুরা কেউ খেলেননি। প্রথমার্ধে দুই দলই সাবধানী শুরু করে। বেলজিয়াম বেশি আক্রমণাত্মক ছিল। ইংল্যান্ড সাবধানে খেলছিল।
এভাবেই প্রথমার্ধ গোলশূণ্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটে বাঁ পায়ে বিশ্বামানের গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন আদনান। তারপরেও একেবারে শেষ ১৫ মিনিটে একাধিক সুযোগ বেলজিয়াম তৈরি করে ফেলেছিল। তবে আর গোল আসেনি।

এদিকে ইংল্যান্ড প্রথমে সাবধানী খেলতে খেলতে ব্যাক পাস ও স্কয়ার পাস করে করে বিরক্তিকর ফুটবল খেলতে শুরু করে। দেখেই মনে হচ্ছিল ম্যাচ জিততে মাঠে নামেনি ইংল্যান্ড। এদিন অধিনায়ক হ্যারি কেনসহ কয়েককজন প্রথম দলের খেলোয়াড়কে নামাননি সাউথগেট। দলও ছন্দে খেলেনি। নক আউটে তা বিপদে ফেলতে পারে ইংল্যান্ডকে। আপাতত এই ম্যাচে গ্যালারির দর্শককে বিরক্তিকর ফুটবল উপহার দিয়ে দুই দল মাঠ ছাড়ল।


ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh