• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বৃষ্টিতে পেছানো বিপিএল শুরু মঙ্গলবার

অরণ্য গফুর

  ০৭ নভেম্বর ২০১৬, ২২:৪২

বৃষ্টিতে পিছিয়ে দেবার পর মঙ্গলবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর ২টায়। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে আত্মবিশ্বাসী চিটাগাং ভাইকিংসের স্পিনার আব্দুর রাজ্জাক। আর গেলোবারের চেয়ে আরো শক্তিশালী দল গড়ায় নির্ভার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান ইমরুল কায়েস। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে বরিশাল বুলস।

শোয়েব মালিক, মোহাম্মদ নবী, আব্দুর রাজ্জাক, যুবায়ের হোসেন, সাকলাইন সজীবদের মতো স্পিন আক্রমণ চিটাগাং ভাইকিংসের। আর পেসার রয়েছেন তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, ইমরান খানরা। পিচের চরিত্র যেমনই হোক, স্পিনকে একটা বড় ভূমিকা রাখতেই হবে চিটাগাং ভাইকিংসের ম্যাচগুলোতে। এটা মাথায় রেখেই হয়তো স্পিনারদের দিকে বাড়তি নজর ভাইকিংস দলপতি তামিম ইকবালের। তবে আব্দুর রাজ্জাক টিমকে দেখছেন ভারসাম্যপূর্ণ।

মারলন স্যামুয়েলস, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, নুয়ান কুলাসেকারাদের মতো বোলিং ও অলরাউন্ডার নিয়ে তারকাবহুল স্কোয়াড কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তাই পেস-স্পিনে আলাদা নজর নেই ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। শিরোপা ধরে রাখার মিশনে প্রতিপক্ষ নিয়েও চিন্তিত নয় তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও কোনো চাপ নিচ্ছেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান ইমরুল কায়েস।

এদিকে, গেলোবার ভালো দল গড়েও কাঙ্খিত সাফল্য না পাওয়ায় এবার দ্বিগুণ উৎসাহে এগোতে চায় ঢাকা ডায়নামাইটস। সাকিবের অধিনায়কত্বে মিশনের শুরুতে বরিশাল বুলসের বিপক্ষে তাই জয়ে চোখ ডায়নামাইটসের। আর গেলোবারের ভুল শুধরাতে মুখিয়ে রানার্সআপ বরিশাল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh