• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বল হাতে দুই মাস পর মাশরাফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জুন ২০১৮, ২০:৫০

সবশেষ খেলেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। এরপর আর কোনও ম্যাচ খেলা হয়নি সাদা বলে। মাঝে বাংলাদেশ দল দেশে-বিদেশে কয়টি টি-টোয়েন্টি সিরিজ খেললেও মাশরাফির খেলা হয়নি টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ায়।

যদিও ডিপিএলের পর জাতীয় ক্রিকেট লিগে চারদিনের ম্যাচ খেলা হয়েছিল ওয়ানডে অধিনায়কের।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে দলের সাথে ক’দিন অনুশীলনও করেন তিনি। তবে সেটা ব্যাটে বলে নয়, পুরো দমে নয়, জিমেই সময় দিয়েছিলেন বেশি।

আজ মঙ্গলবার পূর্ণ রানআপে বোলিং অনুশীলন করেছেন মিরপুরের একাডেমি মাঠে। খুব বেশি ওভার না করলেও চার ওভার বোলিং করেছেন তিনি।

এরইমধ্যে বাংলাদেশ টেস্ট দল পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে রয়েছে দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সফর।

দুই দিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে আগামীকাল ২৭ জুন থেকে। এরপর ৪ জুলাই এন্টিগায় শুরু হবে দুই টেস্টের প্রথম ম্যাচ।

জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ১২ জুলাই থেকে। ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ জুলাই থেকে। শোনা গেছে প্রথম টেস্ট শেষে মাশরাফিও বিমান ধরবেন ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
ঢাকায় পৌঁছেছেন কোচ হাথুরুসিংহে ও মুশতাক
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
X
Fresh