• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রথম দিনে বাংলাদেশ-শ্রীলঙ্কার সমান লড়াই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জুন ২০১৮, ১৭:৫৪

ভেন্যু পরিবর্তন এনে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্থানান্তরিত করা হয়েছে প্রথম চারদিনের ম্যাচ। সকালে টস জিতে সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দল আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশে ‘এ’ দলের বিপক্ষে।

আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার লাহিরু মিলান্থার উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়লেও আরেক ওপেনার দ্বিমুথ করুণারত্নে রানের চাকা সচল রাখেন দুই নম্বরে ব্যাট করতে আসা লাহিরু থিরেমান্বেকে নিয়ে।

দ্বিমুথ করুণারত্নে ১০৬ বলে ৬০ রানের ইনিংস খেলে খালেদ আহমেদের বলে ক্যাচ তুলে দেন। করুণারত্নের সাথে অর্ধশতক তুলে নেন দুই নম্বরে ব্যাট করতে আসা লাহিরু থিরেমান্বেও।

করুণারত্নের বিদায়ের পর আবারও ব্যাকফুটে চলে যায় লঙ্কানরা। শান প্রিয়াঞ্জন, সাদিরা সামারা বিক্রমাকে সাথে নিয়ে ইনিংস টেনে তোলার চেষ্টা করলেও থিরেমান্বেকে যোগ্য সঙ্গ দিতে পারেনি তারা।

প্রিয়াঞ্জন ৪৬ বলে ২৬ রান করে কাটা পড়েন আবু হায়দার রনির বলে। সামারা বিক্রমা করেন ৫ বলে মাত্র ২ রান।

প্রথম দিন শেষে ১৩৯ বলে ৬৬ রানে অপরাজিত আছেন লাহিরু তিরামান্বে। শ্রীলঙ্কা ‘এ’ দলের সংগ্রহ ৪ উইকেটে ১৭০ রান।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খালেদ আহমেদ নেন ১৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট। এছাড়াও আবু হায়দার রনি নেন ৯ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট।

বাংলাদেশ ‘এ’ দল: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, নাঈম হাসান, জাকির হোসেন (উইকেট-কিপার), তুষার ইমরান, নাজমুল ইসলাম আপু, আবু হায়দার রনি ও খালেদ আহমেদ।

শ্রীলঙ্কা ‘এ’ দল: দ্বিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু মিলান্থা, লাহিরু থিরামান্বে, আশান প্রিয়াঞ্জন, সাদিরা সামারাবিক্রমা (উইকেট-কিপার), চারিথ আসালাঙ্কা, আশান শামুমু, প্রভাত জয়সুরিয়া, নিসালা থারাকা, লাকসান সান্দাকান, শিহান মাধুশঙ্কা।

আরও পড়ুন:

আর্জেন্টিনার জন্য রাতেই বিশ্বকাপের ফাইনাল

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh