• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডু অর ডাই ম্যাচে মুখোমুখি জার্মানি-সুইডেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুন ২০১৮, ১৫:০৬

বাঁচো নয়তো মরো। এমন এক কঠিন সমীকরণকে সামনে নিয়ে আজ মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। তাদের প্রতিপক্ষ সুইডেন। যারা কিনা কোরিয়াকে হারিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। পক্ষান্তরে হট ফেবারিট হিসেবে শুরু করে মেক্সিকোর কাছে ১-০ গোলে পরাজয়বরণ করে অঘটনের শিকার হয় জার্মানি।

এবারের আসরে সকল ফেবারিটরাই ধাক্কা খেয়েছে। গ্রুপ ডি থেকে আর্জেন্টিনার নক আউট পর্বে যাওয়া এখন দুলছে পেন্ডুলামের মতো। অন্যদিকে ই গ্রুপে প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে এসে দুর্দান্ত জয়ে নিজেদের ফিরে পেয়েছে ব্রাজিল। শেষ ম্যাচে জয় কিংবা ড্র করলেই নিশ্চিত হবে নক আউট পর্ব।

--------------------------------------------------------
আরও পড়ুন : ব্রাজিলের জন্য শেষ ম্যাচের সমীকরণ
--------------------------------------------------------

কিন্তু এখানে জার্মানির সমীকরণ একেবারেই বিপরীত। এখানে তাদের জিততেই হবে। কারণ তারা প্রথম ম্যাচে হেরে বসে আছে। তাই আজ হারলে এবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে তাদের।