• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শিরোপা ঘরে তুলতে চায় ‘চিটাগাং ভাইকিংস’

মোমিন রোহন

  ০৬ নভেম্বর ২০১৬, ১৮:৪৯

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলে এবার শিরোপা ঘরে তুলতে চায় ‘চিটাগাং ভাইকিংস’। এতে অনবদ্য ভূমিকা রাখতে চান দলের উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এদিকে, মূল একাদশে সুযোগ পেলে নিজেকে মেলে ধরার প্রত্যয় দলের তরুণ ব্যাটসম্যান জাকির হোসেনের। রোববার অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন তারা।

টানা বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি বিপিএলের প্রথম ৪টি ম্যাচ। শেষমেষ খানিকটা নিয়মের বাইরে গিয়েই নতুন সূচি ঘোষণা করতে হয় বিপিএল গভর্নিং কাউন্সিলকে। এতে দলগুলোর লাভ-ক্ষতি যাই হোক, অপ্রত্যাশিত সময়টা ঠিক কাজে লাগাচ্ছেন খেলোয়াড়রা।

দলগত অনুশীলন না করলেও রোববার ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন চিটাগাং ভাইকিংসের কয়েকজন খেলোয়াড়।

গেলো আসরে কাগজে-কলমে ভালো দল গড়েও মাঠের খেলায় খুব বেশি এগুতে পারেনি চট্টগ্রাম। তবে আগের ভুল-ত্রুটি শুধরে এবার ঘুরে দাঁড়াতে চায় দলটি।

এনামুল হক বিজয় জানান, ভালো করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

বিপিএল যেমন ক্রিকেট উৎসবের জায়গা, তেমনি ক্রিকেটারদের যোগ্যতা প্রমাণেরও বড় প্ল্যাটফর্ম। তাই প্রথমবারের মতো এমন আসরে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরার প্রত্যয় অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা তরুণ ক্রিকেটার জাকির হোসেনের।

ভক্ত-সমর্থকদের চাওয়া, গেলো আসরের ব্যর্থতাকে পেছনে ফেলে এবার নিজেদের শক্তির প্রমাণ দেবে শিরোপা প্রত্যাশী দলটি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh