• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট দলে রাহী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুন ২০১৮, ২১:০৮

ওয়েস্ট ইন্ডিজের সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার ঘোষণা করা ১৫ সদস্যের এই দলে অধিনায়ক হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। সাদা পোশাকের জন্য প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহী। মুস্তাফিজুর রহমানসহ পাঁচ জনকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে।

দলে অধিনায়ক হিসেবে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতে গিয়ে পায়ে চোট পান বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ। সে কারণে চলতি মাসে ভারতের দেরাদুনেতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি কাটারমাস্টার খ্যাত এই তারকা।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের দেয়া পরামর্শ মেনে চললে দ্রুতই সেরে উঠবেন এই পেস বিস্ময়। আফগানদের বিপক্ষে দলের সেরা এই বোলার না থাকার বিষয়টি হারে হারে টের পেয়েছে টিম ম্যানেজমেন্ট।

তিন ম্যাচের ওই সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বাড়ি ফিরলেও প্রথম ও তৃতীয় ম্যাচে মোট তিনটি উইকেট তুলে নিয়েছিলেন প্রথমবারের মতো সুযোগ পাওয়া ডান হাতি পেসার রাহী।