• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মার্সেলোকে অধিনায়ক করে মাঠে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০১৮, ০০:০০

রাশিয়া বিশ্বকাপ শুরু হয়ে আজ চতুর্থ দিনে পা দিয়েছে। ইতোমধ্যে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও জার্মানির মতো শিরেপাপ্রত্যাশী দলগুলো তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। এবার মাঠে নেমেছে ব্রাজিল। নিজেদের হেক্সা মিশনের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

ম্যাচ শুরুর আগে কোচ তিতের বক্তব্যে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে সন্দেহ থাকলেও তাকে মূল একাদশে রেখেই মাঠে নেমেছে ব্রাজিল। আজকের ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড থাকছে মার্সেলোর হাতে।

ম্যাচ শুরুর আগে যদিও তিতে বলেছিলেন, মেডিকেল স্টাফরা সবুজ সংকেত দিলেই আমরা নেইমারকে মাঠে নামাব। তবে আমার মনে হয়, খেলার মতো অবস্থাতেই সে আছে।

তবে আসার একথা হলো দলের প্রধান তারকাকে নিয়েই শক্তিশালী একাদশ মাঠে নামিয়েছেন তিতে। খেলাচ্ছেন ৪-২-৩-১ ফরমেশনে। একই ফরমেশনের খেলছে সুইসরাও।

ব্রাজিল একাদশ
অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো, পওলিনহো, ক্যাসেমিরো, কৌতিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল জেসুস এবং নেইমার।

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
চাকরি দেবে পপুলার ফার্মা, বছরে ৩ বোনাস
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক, রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
X
Fresh