• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেসির মিসের খেসারত দিলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুন ২০১৮, ২০:৫৩

যাকে ঘিরে স্বপ্ন দেখছিল আর্জেন্টিনার সমর্থকরা তিনিই আজ ভিলেন হয়ে গেলেন ম্যাচ শেষে। অপরদিকে আইসল্যান্ড তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচে দুই বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। এ ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন হাভিয়ের মাসচেরানো। আর্জেন্টিনার জার্সি গায়ে এটি তার ১৪৪তম ম্যাচ ছিল। এর আগে রেকর্ডটি ছিল সাবেক মিডফিল্ডার হাভিয়ের জেনেত্তির। তিনি খেলেছেন ১৪৩ ম্যাচ।

শনিবার মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের প্রথম খেলায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথম থেকেই আইসল্যান্ডের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে আর্জেন্টিনা।

ম্যাচের ৪ মিনিটে ফ্রি কিক থেকে মেসির বাড়ানো বলে ওটামেন্দি মাথা ছোয়ালেও গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ৮ মিনিটে আবারও ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির নেয়া ফ্রি কিকে তালিয়াফিকোর হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর ঠিক এক মিনিট পরেই গোলের সহজ সুযোগ পেয়েছিল আইসল্যান্ড। কাবায়েরোর ভুল পাসে আইসল্যান্ড বল পেলে ডি বক্সের ভেতর জারনাসন গোলমুখে শট নিতে ব্যর্থ হন।

ম্যাচের ১৯তম মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। আইসল্যান্ডের ডিফেন্ডারদের কাটিয়ে জোরালো শটে বল জালে পাঠান আগুয়েরো। তিনটি বিশ্বকাপ মিলে এবারের গোলটি বিশ্বকাপে আগুয়েরোর প্রথম গোল।