• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আর্জেন্টিনার মূল একাদশে নেই হিগুয়েইন-দিবালা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুন ২০১৮, ১৬:৫৫

রাশিয়া বিশ্বকাপের তৃতীয় দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামবে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও জনসংখ্যার দিক থেকে ছোট দেশ আইসল্যান্ড। বিশ্বকাপের গত আসরে রানারআপ হওয়া আর্জেন্টিনা এই আসরে শিরোপার জন্য ছুটবে।

গতবারের ফাইনালিস্ট দল আর্জেন্টিনা। সেবার ফাইনালে দলের মূল স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন গঞ্জালো হিগুয়েইন। তবে তাকে এবারের আসরের প্রথম ম্যাচে মূল একাদশেই রাখেননি কোচ হোর্হে সাম্পাওলি। এছাড়া মূল একাদশ থেকে ছিটকে গেছেন আরেক প্রতিভাবান ফরোয়ার্ড পাওলো দিবালা।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় রাশিয়ার স্পার্তাক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখাবে সনি টেন ২, সনি ইএসপিএন, মাছরাঙা টেলিভিশন, নাগরিক টেলিভিশন।

ম্যাচে মূল স্ট্রাইকারের ভূমিকায় দেখা যাবে ম্যান সিটির তারকা সার্জিও আগুয়েরোকে। তার পেছনে থাকবেন মেসি। রাইট ও লেফট উইং সামলাবেন যথাক্রমে ডি মারিয়া ও ম্যাক্সিমিলিয়ানো মেজা। তাদের ঠিক পেছনেই থাকছেন মাসচেরানের ও লুকাস বিগলিয়া। এরপর রয়েছেন এদুয়ার্দো সালভিও এবং নিকোলাস ত্যাগলিয়াফিকো। সেন্টার ব্যাক হিসেবে রয়েছেন নিকোলাস ওটামেন্দি ও মার্কাস রোহো।