• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেসি-আগুয়েরোর পাশে হিগুয়েন নাকি দিবালা?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুন ২০১৮, ১০:৫২

২০১৪ সালে তীরে এসেও তরী ডুবেছিল। এবার তাই সাবধানী আর্জেন্টিনা। আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি শুরু করছেন বিশ্বকাপ অভিযান। লাতিন আমেরিকার প্রতিবেশী দেশ ব্রাজিল থেকে কাপ নিয়ে যেতে না পারলেও এবার আকাশী-সাদা জার্সিধারীদের একমাত্র উদ্দেশ্য ৩২ বছরের খরা মেটানো। সেই লক্ষ্যে হোর্হে সাম্পওয়ালির প্রথম প্রতিপক্ষ দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড।

আর্জেন্টিনার দল তারকাখচিত। বিশ্বসেরা ফরোয়ার্ড লাইন। মেসির মতো ফুটবলের মহানক্ষত্র তাদের দলক নেতৃত্ব দিচ্ছেন। রয়েছেন সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, পাওলো দিবালা, অ্যাঞ্জেলো ডি মারিয়ার মতো ফুটবলার। তবু ৩২ বছর কাপ নেই বিশ্বসেরা টিমের হাতে। সেই অভিশাপ উন্মোচনের শপথ নিয়ে মেসি-আগুয়েরোরা নামছেন বিশ্বকাপ অভিযানে।

কাগজে-কলমে আলেবিসেলেস্তেরে এগিয়ে থাকলেও প্রথম ম্যাচে কোনোমতেই হালকাভাবে নিচ্ছে না আইসল্যান্ডকে। যথেষ্ট সমীহ করছেন তাদের রাশিয়া বিশ্বকাপের প্রথম প্রতিদ্বন্দ্বীকে।

আইসল্যান্ডের ফুটবলারদের উচ্চতা আর্জেন্টিনার ফুটবলারদের থেকে অনেকটাই বেশি। সেটাও চিন্তার সাম্পাওলির কাছে। অধিনায়ক মেসিও এবার সাবধানী। প্রথম থেকেই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে চাইছেন দুইবারের বিশ্বসেরা দলটির নয়নের মণি।

গেলোবার বিশ্বকাপে একটুর জন্য ব্যর্থ হয়েছিলেন। ফাইনালে উঠেও মুহূর্তের ভুলে কাপ ছোঁয়া সম্ভব হয়নি। শেষমুহূর্তের গোলে কাপ হাতছাড়া হয়েছিল। তারপর কোপা আমেরিকার ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন মেসি। তবে বিশ্বজুড়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর গুণমুগ্ধদের কাতর আহ্বানে ফের ফিরে এসেছেন জাতীয় দলের জার্সিতে।

এদিকে কোচের দায়িত্বে এসেছেন সাম্পাওলি। তিনি এবার মেসির পাশে ব্যবহার করতে চাইছেন দিবালাকে। জুভেন্টাসের ফরোয়ার্ডকে তিনি মেসির পাশে ব্যবহার করে ফায়দা তুলতে চাইছেন। সেরকম হলে প্রথম ম্যাচে হিগুয়েনকে সরিয়ে প্রথম একাদশে ঢুকতে পারেন দিবালা। সেরকম হলে মেসি-আগুয়েরো-দিবালাকে শুরু করতে পারেন সাম্পাওলি।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh