• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোন চ্যানেলে দেখাবে বিশ্বকাপ?

আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০১৮, ১৩:৪৪

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে 'গ্রেটেস্ট শো অন দ্য আর্থ' খ্যাত ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের অংশগ্রহণে ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২২তম বিশ্বকাপ ফুটবলের আসর।

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও দেশের কোটি কোটি মানুষ বুঁদ হয়ে থাকেন ফুটবল নেশায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে মাত্র ২৯০ জন দর্শকের টিকিট কিনে রাশিয়া গিয়ে স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখার সুযোগ পেলেও কোটি কোটি মানুষদের ভরসা টেলিভিশন।

বিশ্বকাপ শুরুর আগে সবার চিন্তা কখন খেলা, কোন চ্যানেলে দেখাবে, কোন কোন ম্যাচ দেখাবে- এসব নিয়ে ফুটবলপ্রিয় মানুষের আগ্রহের কমতি নেই। রাশিয়া বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের ৩টি টেলিভিশন চ্যানেল- বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মাছরাঙ্গা টিভি এবং কিছুদিন আগে সম্প্রচার শুরু করা নাগরিক টিভি।

বিশ্বকাপের ৬৪ ম্যাচের মধ্যে এ তিনটি টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনালসহ ৫৬টি ম্যাচ। গ্রুপ পর্বের ৮টি ধারণকৃত ম্যাচ পরে দেখাবে টিভিগুলো। একইসঙ্গে হওয়ার কারণে ওই ৮ ম্যাচ সরাসরি দেখানো সম্ভব হবে না।

বিশ্বকাপের ম্যাচ দেখানোর সত্ত্ব কিনেছে জিরকন, কে-স্পোর্টস, মিডিয়াকম ও যাদু মিডিয়া। এ চার প্রতিষ্ঠান মাছরাঙ্গা ও নাগরিক টিভিকে খেলা সম্প্রচারের জন্য বেছে নিয়েছে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে থাকছে বিটিভিও।

৩২ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ শুরু হবে আজ ১৪ জুন থেকে। শেষ হবে আগামী ১৫ জুলাই। মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ফিফা বিশ্বকাপের সর্বশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। রানার আপ হয়েছিল আর্জেন্টিনা।

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
X
Fresh