• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদের ছুটিতে বিশ্বকাপ, শেষ মুহূর্তে বাড়তি উত্তেজনা

কুশল ইয়াসির, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০১৮, ২৩:২৭

ব্রাজিলের পর রাশিয়া বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হয়েছে চার বছর। অবশেষে সম্মুখ সমরে ৩২টি দেশ। ইউরোপের দেশটির ১১টি শহরের মোট ১২টি স্টেডিয়ামে আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের বিশ্বের সবচেয়ে বড় এই যুদ্ধ। দেশটিতে এখন চূড়ান্ত ব্যস্ততা। ফুটবল বিশ্বকাপের জ্বরে আক্রান্ত পুতিনের দেশ। শিরোপা প্রত্যাশী প্রত্যেকটি দল নিজেদের বেস ক্যাম্পে মেতে রয়েছেন চূড়ান্ত অনুশীলনে।

ফিফা বিশ্বকাপের মূল শিরোপা, গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভস কারা পাবেন সেরার সেরা শিরোপা, জানতে আর অপেক্ষা এক মাসের। বিশ্বের তাবড় ফুটবল খেলোয়াড়রা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামছেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো অপেক্ষায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। ফুটবলের রঙ্গমঞ্চে ঢাকা ডার্বি এলে যেমন দু’ভাগে ভাগ হয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমর্থকরা, তেমনই বিশ্বকাপ এলেও দেখা যায় একই দৃশ্য।

আশি ও নব্বইয়ের দশকে আবাহনী ও মোহামেডানের মতো বাংলাদেশের জনগণ মূলত ব্রাজিল ও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। ইউরোপের দেশ জার্মানি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও বেলজিয়ামকেও এগিয়ে রাখছেন কেউ কেউ।