• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপ শুরুর আগের দিন বহিষ্কার হলেন স্প্যানিশ কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০১৮, ১৬:৩২

গেলো সপ্তাহে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ান জিনেদিন জিদান। পরপর তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতার পর এমন সিদ্ধান্ত সবাইকে অবাক করে দেয়। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই রিয়াল তারকার কোচিং ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন থাকলেও লস ব্লাঙ্কোসদের নতুন কোচ হিসেবে যোগ দিচ্ছেন জুলেন লোপেতেগুই। বিশ্বকাপের পর্দা ওঠার আগে এমন খবর প্রকাশের পর স্পেন জাতীয় দলের এই কোচকে বহিষ্কার করলো রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের একুশতম আসর। আগের দিন আজ বুধবার সংবাদ সম্মেলনে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রোবাইলেস বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

স্পেন জাতীয় দলের অনূর্ধ্ব-১৯, ২০, এবং ২১ দলের কোচ হিসেবেও কাজ করেছেন এই ৪৯ বছর বয়সী লোপেতেগুই।

আরএফইএফ প্রধান জানান, এটি একটি জটিল সময় হওয়া স্বত্বেও এমন সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন।