• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হেক্সা মিশনে রাশিয়ায় সেলেসাওরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুন ২০১৮, ১৮:২৬

গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবলের আয়োজনের জন্য প্রস্তুত রাশিয়া। অপেক্ষা শুধু অতিথিদের। তারাও আস্তে আস্তে করে আসা শুরু করেছে। সবার আগে রাশিয়ায় পা রাখে ইরান। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন উরুগুয়ে, ফ্রান্স, মরক্কো, মিশর।

সোমবার স্থানীয় সময় ভোর তিনটায় নিজেদের হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে রাশিয়ার শহর সাচিতে পৌঁছায় নেইমার শিবির। বিমানবন্দর থেকে পুরো টিমকে নিয়ে যাওয়া হয় ব্ল্যাক সি রিসোর্ট সিটিতে। সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ। মূল পর্ব শুরুর আগে সেখানেই অনুশীলন করবে তিতের শীষ্যরা।

রোববার বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারায় নেইমার-কুতিনহোরা। বিশ্বকাপের আগে এমন দারুণ জয় নিয়েই রওনা হলো টিম ব্রাজিল। ম্যাচ শেষ করে রোববারই রাতে ভিয়েনা থেকে রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দেয় নেইমার শিবির।