• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সোমবার ফিরছে এশিয়া চ্যাম্পিনরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুন ২০১৮, ২০:৪২

ছয় বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার নারীদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় লিগ পর্যায়ের ম্যাচেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ফাইনালেও একই ফল হল। মালয়েশিয়া থেকে আগামীকাল সোমবার বিকেলে ফিরছে চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বসিবি) পক্ষ থেকে জানানো হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিকেল সাড়ে পাঁচটায় পৌঁছাবে ফ্লাইটটি। সেখান থেকে রাজধানীর একটি হোটেলে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্যান্য কর্মকর্তারা এশিয়ার সেরা দলটিকে স্বাগত জানাবে।

আজ কুয়ালালামপুরে শেষ ওভার পর্যন্ত ফাইনালের লড়াই গড়ায়। উত্তেজক ম্যাচে শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২ রান। হরমনপ্রীত কউরের বল মিড উইকেটে পাঠিয়ে ২ রান নেন জাহানারা আলম। ফলে জয় পায় বাংলাদেশ।

এদিনে টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। হরমনপ্রীত (৫৬) ছাড়া ভারতের আর কোনও ব্যাটসম্যানই রান পাননি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করে ভারত দল।

দুটি করে উইকেট নেন বাংলাদেশি বোলার রুমানা আহমেদ ও খাদিজা তুল কুবরা। একটি করে উইকেট নেন সালমা খাতুন ও জাহানারা আলম।

এই রান তাড়া করতে বাংলাদেশের সমস্যা হয়নি। হরমনপ্রীতের শেষ ওভারে অবশ্য দু’টি উইকেট পড়ায় ম্যাচ জমে যায়। তবে জাহানারা শেষ বলে ক্রিজে এসে বাংলাদেশকে স্মরণীয় জয় এনে দেন।

লাল-সবুজদের প্রতিনিধিদের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন নিগার সুলতানা। রুমানা আহমেদ ২৩ রান ও ১৭ রান করেন আয়েশা রহমান।।

ভারতের হয়ে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন পুনম যাদব।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
৪৫৫ রানের লিডে দিন শেষ করল শ্রীলঙ্কা
ভালো শুরুর পর ফিরলেন জয়
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
X
Fresh