• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শিরোপা জিততে দরকার ১১৩ রান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০১৮, ১৩:৪৭

সপ্তমবারের মতো নারীদের এশিয়া কাপের শিরোপা ঘরে তোলার মিশনে নেমে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। কিন্তু অভিজ্ঞ হারমনপ্রিত কাউরের ব্যাটে বিপর্যয় সামলে ১১৩ রানে লক্ষ্য দাঁড় করালো ভারতের মেয়েরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ বিনা উইকেটে ১৩ রান।

রোববার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-১, গাজী টিভি। যদিও এবারে নারীদের এশিয়া কাপের আগের ম্যাচগুলো কোনো টিভি চ্যানেল সম্প্রচার করেনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : বাঘিনীদের থাবায় বিপর্যয়ে ভারত
--------------------------------------------------------