• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিপিএলের শুরুতেই বৃষ্টি হানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ নভেম্বর ২০১৬, ১৬:০৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতেই হানা দিলো বৃষ্টি। ফলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচটি এখনো শুরু হয়নি। নির্ধারিত সময়ে টস হলেও ব্যাট-বলের লড়াই থমকে আছে। বৃষ্টি থামা মাত্রই খেলা শুরু হবে।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী।

বিপিএলে প্রথমবারের মতো অংশ নিয়েই শিরোপা ঘরে তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ দলের নেতৃত্বে রয়েছেন নতুন বাংলাদেশের রূপকার মাশরাফি বিন মুর্তজা। তার হাত ধরে এবারো শিরোপা ধরে রাখতে চায় দলটি।

অন্যদিকে, রাজশাহী কিংসের নেতৃত্বে রয়েছে টি-২০ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। তার অভিজ্ঞতা, মেধা-মনন কাজে লাগিয়ে শিরোপা ঘরে তুলতে চায় দলটিও।

মাশরাফি, ইমরুল, লিটন, নাজমুল শান্তদের নিয়ে বেশ লড়াকু দল গড়েছে কুমিল্লা। বিদেশিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের আহমেদ শেহজাদ, জ্যাসন হোল্ডার, সোহেল তানভির, নুয়ান কুলাসেকারার মতো তারকা।

এদিকে, শক্তিমত্তার দিক দিয়ে পিছিয়ে নেই রাজশাহী কিংসও। দলে রয়েছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হকদের মতো তারকারা। বিদেশিদের মধ্যে রয়েছেন ড্যারেন স্যামি, উপুল থারাঙ্গা, উমর আকমলদের মতো বিশ্বমানের ক্রিকেটারও।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh