• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ০৬ জুন ২০১৮, ২০:১৯

দরজায় কড়া নাড়ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের ফুটবল প্রেমীরাও ভাসছে ফুটবল উন্মাদনায়। পিছিয়ে নেই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বাংলাদেশের ছাত্র রাজনীতির আতুর ঘর খ্যাত মধুর ক্যান্টিন থেকে শুরু করে ক্লাসরুম ,আবাসিক হলগুলোতে সর্বত্র আলোচনার বিষয় এখন ফুটবল বিশ্বকাপ। কে সেরা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি নাকি অন্যকোনো দল- এই নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক।

সমর্থকরা নিজ-নিজ পছন্দের দলের পতাকা টাঙাচ্ছে হলের প্রধান ফটক থেকে শুরু করে দেয়াল ও বারান্দায়। কোন দলের পতাকা কত বড় হল, তা নিয়ে চলছে অঘোষিত প্রতিযোগিতা। হলগুলো সেজে উঠেছে বিভিন্ন দেশের পতাকায় । ঢাবির অন্যতম প্রাচীন হল জগন্নাথ হলে প্রবেশ করতেই রাস্তার দুপাশে চোখে পড়বে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। একটু এগিয়ে হল পুকুরের সামনে গেলে দেখা যাবে সন্তোষচন্দ্র ভট্টচার্য ভবনে ঝুলে আছে জনপ্রিয় দলগুলোর বিশাল তিনটি পতাকা। এছাড়াও রুমের বারান্দা দিয়ে ঝুলছে বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা।
--------------------------------------------------------
আরও পড়ুন : ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করলো আর্জেন্টিনা
--------------------------------------------------------

জগন্নাথ হলের আবাসিক ছাত্র ব্রাজিল সমর্থক রাজিব গান্ধী রায় আরটিভি অনলাইনকে বলেন, বিশ্বের সেরা সেরা খেলোয়াড় ব্রাজিলের । এই দলে রয়েছে নেইমার, থিয়াগো সিলভা, মার্সেলোর মতো খেলোয়াড়। তাছাড়া ব্রাজিল এর আগে ৫ বার বিশ্বকাপ জিতেছে। এবারও দলটি শিরোপা জিতবে বলে আশা করছি।