• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে সাদারল্যান্ডের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

  ০৬ জুন ২০১৮, ১৫:০৮

জেমস সাদারল্যান্ড। বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া প্রশাসক। একজন আন্তপ্রাণ ক্রিকেটপ্রেমিক। ২০০১ সাল থেকে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করে আসছেন। দীর্ঘ ১৭ বছর অস্ট্রেলিয়ার ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর পদে ২০১৯ সাল পর্যন্ত তার মেয়াদ ছিল। কিন্তু তার আগেই তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ালেন।

বুধবার মেলবোর্ণে সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে সাদারল্যান্ড বলেন, প্রায় ২০ বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে থাকার পর মনে হয়েছে পদত্যাগের সঠিক সময় এটাই। শুধু আমার জন্যই নয়, এই মুহূর্তে সরে যাওয়াটা দলের জন্যও ভালো হবে। আর পরিবারকে সময় দেয়ার জন্য। আমি মনে করি সময়টা ক্রিকেটের জন্যও যথোপযুক্ত।

তবে তিনি এখনই কাজ থেকে সরে দাঁড়াবেন না। বোর্ডকে তিনি ১২ মাসের সময় দিয়েছেন। যাতে তারা সাদারল্যান্ডের যোগ্য উত্তরসূরি খুঁজে বের করতে পারে। তাকে প্রয়োজনীয় সবরকম সহায়তা দিয়ে গড়ে তুলে তারপর তিনি সরে দাঁড়াবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : বি গ্রুপের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা
--------------------------------------------------------