• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রনির ব্যাটে মান বাঁচানো সংগ্রহ বাংলাদেশের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুন ২০১৮, ২২:১০

দেরাদুনে আজ সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেন টাইগার দলপতি সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে হার, সিরিজের প্রথম ম্যাচে আগে ফিল্ডিং করেও হার।

তাই হয়তো আজ আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ১ রানে ক্যাচ দেন ওপেনার লিটন দাস। প্রথম ম্যাচে লিটন দাস করেছিলেন দলীয় সর্বোচ্চ ৩০ রান।

দুই নম্বরে খেলতে নেমে খানিকটা ঝলক দেখিয়ে মোহাম্মদ নবীর বলে বিদায় হন সাব্বির রহমানও। সাব্বিরের ব্যাটে আসে ৯ বলে ১৩ রান। এরপর মুশফিকও কাটা পড়লেন সেই নবীর বলেই। ১৮ বলে ২২ রান করে ফাঁদে পড়েন রান আউটের।

৮ বলে এক ছয় এক চারে ১৪ রান করে জানাতের বলে বোল্ড হয়ে ফেরেন মাহমুদুল্লাহ। টাইগার দলপতি আজও আসলেন আর গেলেন। রশিদ খানকে উড়িয়ে মারতে গিয়ে ৬ বলে ৩ রান করে ক্যাচ তুলে দেন নজিবুল্লাহর হাতে।

একই ওভারে আশা দেখানো তামিম ইকবালকে ৪৩ রানের মাথায় বোল্ড আর মোসাদ্দেককে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাট্রিকের আশা জাগান রশিদ।

শেষদিকে আবু হায়দার রনির ২১ বলে ১৪ রানে ভর করে ৮ উইকেটে ১৩৫ রানের লক্ষ্য দাড় করায় বাংলাদেশ।

আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রশিদ খান। ২ উইকেট নেন মোহাম্মদ নবী।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, নাজমুল অপু ও রুবেল হোসেন।

আফগানিস্তান দল
আজগর স্টানিকজাই, মোহাম্মদ শাহাজাদ, উসমান গনি, শাফিকুল্লাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত ও শাপুর জারদান।

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh