• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নাসিরের অস্ত্রোপচার ৮ জুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুন ২০১৮, ১৯:৪২

পায়ের লিগামেন্ট ছিড়ে কি এক বিপদেই না পড়লেন নাসির হোসেন। অপারেশনের পর ৭ থেকে ৮ মাসের মতো থাকতে হবে মাঠের বাইরে।

ঢাকা প্রিমিয়ার লীগ শেষ করে সিরাজগঞ্জে এক বন্ধুর বিয়েতে যান নাসির। সেখানে শখের বশে ফুটবল খেলতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে ফেলেন। পরে সেটা স্বীকারও করেন নাসির।

এরপর দেশীয় ডাক্তারের পরামর্শে বিসিবির সহযোগিতায় গত ২৮ মে অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়ার সিডনীর উদ্দেশ্যে রওয়ানা করেন এই অলরাউন্ডার।

বিসিবির চিকিৎসক ডা: দেবাশীষ চৌধুরী জানিয়েছেন চলতি মাসের ৮ তারিখে অর্থপেডিক ডেভিড ইয়ং অপারেশন করবেন নাসিরের।

এর আগে লিগামেন্ট সমস্যায় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও কয়েকবার স্বরণাপন্ন হন ডা: ইয়ং এর। কয়েকদিন আগেও ডা: ইয়ং আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সেখানে অনেক ক্রিকেটারের চোটের রিপোর্ট দেখেন।

এদিকে পিঠের ব্যাথায় ভুগছেন পেসার তাসকিন আহমেদ। ডা: দেবাশীষ জানান তাসকিনের পুনর্বাসন শুরু হচ্ছে সোমবার থেকে।

ডা: দেবাশীষ আরও জানান, অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে যদি ৮ মাসের মত লেগে যায় সেক্ষেত্রে বলাই যায় আগামী বিপিএলও মিস হচ্ছে ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের।

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ কামিন্স
টিভিতে আজকের খেলা
X
Fresh