• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দলে ফিরছেন সৌম্য-মিরাজ!

স্পোর্টস ডেস্ক

  ০৫ জুন ২০১৮, ১৪:৩৩

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪৫ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী (জি) টিভি।
আজ জয়ের কোনও বিকল্প নেই। কারণ ম্যাচ হাতছাড়া হলেই সিরিজ থেকে ছিটকে যাবে তামিম-মাহমুদুল্লাহরা। যার কারণে জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।

উত্তরাখণ্ডের দেরাদুনের আবহাওয়ার জন্যই এই ম্যাচে পেসারদের চেয়ে বেশি সুবিধা পাবেন স্পিনাররা। তাই বাংলাদেশ দলের দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে মেহেদি হাসান মিরাজকে।

ইএসপিএন ক্রিকইনফোর মতে, আবুল হাসান রাজুর বদলে সুযোগ পাচ্ছেন অফ স্পিনার মিরাজ। এদিকে মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে জায়গা পেতে পারেন বাম-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।

অন্যদিকে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইটটি আরও জানাচ্ছে, প্রথম ম্যাচের একাদশেই বেশ সফল আফগানিস্তান। আর তাই উইনিং কম্বিমেশন নিয়েই মাঠে নামবেন আজগর স্টানিকজাই নেতৃত্বাধীন দলটি।

আফগানিস্তান একাদশ (সম্ভাব্য)

মোহাম্মদ শাহজাদ, উসমান গনি, আজগর স্টানিকজাই (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকউল্লাহ, রশিদ খান, করিম জানাত, মুজিব উর রহমান, শাপুর জাদরান।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত/সৌম্য সরকার, আবুল হাসান রাজু/মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু।

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালো শুরুর পর ফিরলেন জয়
টাইগারদের আফগানিস্তান সফর স্থগিত
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
ব্যাটিং বিপর্যয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ
X
Fresh