• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোচ হতে ঢাকা আসছেন ইংলিশ ক্রিকেটার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুন ২০১৮, ১৩:৩৬

চন্ডিকা হাথুরুসিংহে চলে যাবার পর দীর্ঘদিন প্রধান কোচ ছাড়াই নিজেদের কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। বছরের শুরুতে দেশের মাটিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে। অন্যদিকে লঙ্কানদের মাটিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে হিসেবে দায়িত্ব দেয়া হয় কোর্টনি ওয়ালশকে। টাইগারদের এই বোলিং কোচ দলের হাল ধরলেও বোলিং ডিপার্টমেন্টের হাল তো সবারই জানা!

চলতি বছরে কয়েক দফা কোচ নিয়োগের জন্য উঠেপড়ে লেগেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকায় দক্ষিণ আফ্রিকার তারকা গ্যারি কারস্টেন ছিলেন উপরের দিকে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকায় লম্বা সময় কাজ করতে আগ্রহ দেখাননি ক্রিকেট কিংবদন্তি।

তবে বিসিবির হেড অব কোচ অ্যান্ড টিম ম্যানেজমেন্ট সিলেকশন পদে নিয়োগ পেয়েছে সাবেক এই তারকা ব্যাটসম্যান।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, কোচ নিয়োগের প্রক্রিয়া ছাড়া আসন্ন বিশ্বকাপের আগে ক্রিকেটের নানা উন্নয়নের জন্য তার বিশেষজ্ঞ মতামত দিবেন।