• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মাঠে নামলে আমরা সবাই সাধারণ: মেসি

স্পোর্টস ডেস্ক

  ০৫ জুন ২০১৮, ১১:৩৬

বিশ্বকাপ শুরুর আগে থেকেই লিওনেল মেসি জানিয়েছেন খেতাব ঘরে তোলার জন্য এটিই তার কাছে শেষ সুযোগ। কয়েক দিন আগে এই মহাতারকা জানিয়েছিলেন যে বার্সেলোনার হয়ে জেতা সব খেতাবই তিনি ছাড়তে রাজি আছেন আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জেতার জন্য। আন্তর্জাতিক পর্যায়ে দলগত বড় কোনো শিরোপা না পেলেও ফুটবল বোদ্ধারা বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলারের তকমা দিয়েছেন। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী নিজেকে একজন সাধারণ খেলোয়াড়ই ভাবেন।

সম্প্রতি পেপার ম্যাগাজিনের ‘গোট’ (গ্রেটেস্ট অব অল টাইম) থিমে ফটোশুটে যোগ দেন বার্সা ফরোয়ার্ড।

এসময় সাক্ষাৎকারে মেসি বলেন, আমি কখনই নিজেকে সেরা বলে দাবি করিনি, আমি মনে করি আমি একজন সাধারণ খেলোয়াড়।

২০০৫ সালে অভিষেকের পর আলেবিসিলেস্তেদের জার্সিতে এই পর্যন্ত সবচেয়ে বেশি (৬৪) গোল করেছেন। অন্যদিকে কাতালান ক্লাবটির হয়ে গোল করেছেন ৩৮৩টি। নামের পাশে অসংখ্য খেতাব আর শিরোপা রয়েছে।