• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিপিএল মাঠে গড়াচ্ছে শুক্রবার

মোমিন রোহন

  ০৩ নভেম্বর ২০১৬, ১৭:৩৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট-বিপিএল'র চতুর্থ আসর শুরু শুক্রবার। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটায় রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপর ম্যাচে, সন্ধ্যা ৭টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইটানস। প্রতিটি দলই চায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে।

বছর ঘুরে ফের মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবেচে' বড় আসর বিপিএল। আর তাই বৃহস্পতিবার সকাল থেকে মিরপুরের একডেমি মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পার করতে দেখা যায় দলগুলোকে।

রাজশাহী কিংসের বিপক্ষে আসরের প্রথম ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের আসরে মাশরাফিকে অধিনায়ক করে কুমিল্লা দল সাজিয়েছে ইমরুল কায়েস, লিটন কুমার দাস, পাকিস্তানের সোহেল তানভীর, আসহার জাইদি, ইমাদ ওয়াসিম, শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকেরার মতো ক্রিকেটারদের নিয়ে।

অন্যদিকে, গেলো আসরের শিরোপা জয় এবারো বাড়তি আত্মবিশ্বাস যোগাবে মাশরাফির দলকে। কিন্তু এখনি শিরোপা জয়ের ব্যপারে ভাবতে নারাজ ম্যাশ।

এদিকে, মাশরাফি মানেই দলের জন্য বাড়তি অনুপ্রেরণা। এছাড়া গেলো আসরের শিরোপা জয় দলটির আত্মবিশ্বাসের বড় জায়গা। তবে এসব মানলেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় কঠিন হবে না বলে মনে করেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। তাছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্টে ১৯ উইকেট নেয়া মেহেদী হাসান মিরাজকে আলাদা করেই রাখলেন তিনি।

অপরদিকে, অন্য ম্যাচে খুলনাকে সমীহ করলেও মাঠের পারফরম্যান্সই জয় পরাজয় গড়ে দেবে মনে করছেন রংপুর রাইডার্সের ব্যাটসম্যন সৌম্য সরকার।

অপরদিকে, রংপুরের বিপক্ষে প্রতিদ্বন্দিতাপূর্ণ ক্রিকেট খেলার কথা জানিয়েছেন খুলনা টাইটানসের কোচ স্টুয়ার্ট ল।

জয় পরাজয় যাই হোক না কেন, মাসব্যাপী ক্রিকেটারদের নৈপুণ্য উপভোগের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

ডিএইচ/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh