• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘সিনিয়ররা না থাকলে বাংলাদেশ একটা সাধারণ দল’

স্পোর্টস ডেস্ক

  ০৫ জুন ২০১৮, ০৯:৪৮
তামিম ইকবাল ও সাকিব আল হাসান

সিরিজের পাশাপাশি মান বাঁচানোর লড়াই বাংলাদেশের জন্য। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে সাকিব আল হাসান নেতৃত্বাধীন দল।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবার আগে সমালোচক ও সমর্থকদের মনে যে ভয় ছিলো, আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে তাই হয়েছে। ব্যাটিংয়ে দায়িত্বের অভাব আর বোলিংয়ে পেসারদের ওপর বেশি ভরসাই বিপদে ফেলেছে টাইগারদের।

বোলিংয়ে সাকিব-মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কেউই আহামরি কিছু করতে পারেননি। ব্যাটিংয়ে রিয়াদ-মুশফিকের সঙ্গে রান পেয়েছেন লিটন দাস।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের মতে জুনিয়ররা পারফর্ম না করায় ফলাফল বাংলাদেশের পক্ষে আসছে না।