• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গ্লোবাল টি-টোয়েন্টির পর্দা উঠছে ২৮ জুন

স্পোর্টস ডেস্ক

  ০৪ জুন ২০১৮, ২২:২১

ক্রিকেটের বিশ্বায়নে নিজেদের অবদান জানান দিতে যাচ্ছে কানাডা। একটা সময়ে যে দলটা বিশ্বকাপে খেলেছে তাদের ক্রিকেটে এখন ভাটা পড়েছে বলা যায়।

নিজেদেরকে ক্রিকেটে ফিরিয়ে আনতে এবার টি-টোয়েন্টির জোয়ারে গা ভাসাতে যাচ্ছে ক্রিকেট কানাডাও। চলতি মাসের ২৮ তারিখে কানাডার টরেন্টোয় ৬টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল টি-টোয়েন্টি’ টুর্নামেন্ট।

দলগুলো হচ্ছে: ক্যারিবিয়ান অল স্টার্স, টরেন্টো ন্যাশনালস, মনট্রিয়াল টাইগার্স, অটোয়া রয়্যালস, ব্যানকভার নাইটস এবং উইনিপিগ হকস।

এই টুর্নামেন্টকে সামনে রেখে এরইমধ্যে তোড়জোড় শুরু হয়েছে কানাডার ক্রিকেটপাড়ায়। এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন ক্রিকেটের জনপ্রিয় সব তারকারা।

২৮ তারিখে পর্দা উঠবে টুর্নামেন্টের। পর্দা নামবে জুলাইয়ের ১৬ তারিখ ফাইনালের মধ্য দিয়ে। এরই মধ্যে স্কোয়াডও ঘোষণা করেছে দলগুলো।

এডমন্টন রয়্যালস
কোচ: মোহাম্মদ আকরাম

শহীদ আফ্রিদি, ক্রিস লিন, লুক রঙ্কি, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীর, ক্রিশ্চিয়ান জোনকার, শাইমান আনোয়ার, আম্মার খালিদ, সাটসিমরানজিত ধীন্দস, আহমেদ রাজা, সাইমন পারভেজ, আবরাশ খান, ওয়েন পার্নেল, আসিফ আলী, হাসান খান, আঘা সালমান।

মন্ট্রিয়েল টাইগার্স
কোচ: টম মুডি

লাসিথ মালিঙ্গা, সুনীল নারিন, থিসারা পেরেরা, মোহাম্মদ হাফিজ, দিনেশ রামদিন, সন্দীপ লামিচানে, সিকান্দার রাজা, দাসুন শানাকা, ইসুরু উদানা, জর্জ ওয়ার্কার, নাজিবুল্লাহ জাদরান, সেসিল পারভেজ, ইব্রাহিম খলিল, ডিলন হেইলিজার, নিকোলাস কিরটন, রায়ান পাঠান।

টরেন্টো ন্যাশনাল
কোচ: ফিল সিমন্স

ড্যারেন স্যামি, স্টিভ স্মিথ, কিরন পোলার্ড, কামরান আকমল, হুসাইন তালাত, রুম্মান রাইস, নিখিল দত্ত, জনসন চার্লস, ক্যাস্রিক উইলিয়ামস, নাভিদ আহমেদ, নিজাকাত খান, ফারহান মালিক, নিতীশ কুমার, উসামা মীর, রোহান মুস্তাফা, মোহাম্মদ উমার গনি।

ভ্যাঙ্কুভার নাইটস
কোচ: ডোনোভান মিলার

ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ইভিন লুইস, টিম সাউদি, চ্যাডউইক ওয়ালটন, ফাওয়াদ আহমেদ, বাবর হায়াত, শেলডন কোট্রেল, সাদ বিন জাফর, রুভিন্দু গুনাশেখার, শ্রীমান্থা উইজারেটন, কামাউ লিভারক, স্টিভেন জ্যাকব, সালমান নাজার, রাসি ভ্যান ডার ডাসেন, জেরেমি গর্ডন।

উইনিপেগ হকস
কোচ: ওয়াকার ইউনুস

ডোয়াইন ব্রাভো, ডেভিড মিলার, ডেভিড ওয়ার্নার, লেন্ডল সিমন্স, ড্যারেন ব্রাভো, ফিডেল এডওয়ার্ডস, রায়াদ এম্রিত, বেন ম্যাকডারমট, আলী খান, হামজা তারিক, জুনায়েদ সিদ্দিকী, টিওন ওয়েবস্টার, রিজওয়ান চিমমা, হীরাল প্যাটেল, মার্ক ডিয়েল, কাইল ফিলিপ।

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
X
Fresh