• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসিই হবে বিশ্ব চ্যাম্পিয়ন: ভারতীয় জ্যোতিষী

স্পোর্টস ডেস্ক

  ০৪ জুন ২০১৮, ১৫:১৩

১৪ জুন থেকে শুরু হচ্ছে রাশিয়ায় শুরু হচ্ছে বিশ্বকাপের একুশতম আসর। ফুটবলপ্রেমীরা প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতে নানাভাবে নিজেদের তৈরি করছেন। সবার মনেই একটি প্রশ্ন কে জিতবে বিশ্বকাপ? চুলচেরা বিশ্লেষণে রীতিমতো ঘাম ছুঁটছে বিশেষজ্ঞদের। প্রতিবারের মতো এবারও শুরু হয়ে গিয়েছে ভবিষ্যতদ্রষ্টাদের দৌঁড়ঝাপ। কে জিতবে বিশ্বকাপ, একেক রকম যুক্তি দিচ্ছেন এক এক জন জ্যোতিষী।

কয়েকদিন আগেই অস্ট্রিয়ার সংখ্যাতত্ববিদরা অঙ্ক কষে দাবি করছিলেন ব্রাজিলই হবে এবারের চ্যাম্পিয়ন, হতাশ হতে হয়েছিল আর্জেন্টিনা ভক্তদের। এবার কিন্তু ভালো খবর রয়েছে আকাশী-সাদার সমর্থকদের জন্য।

গ্রিনস্টোন লোবো নামে এক ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর দাবি, এবছর বিশ্বকাপ জিতবে সেই দেশই যে দেশের অধিনায়কের জন্ম ১৯৮৬ বা ১৯৮৭ সালে৷ কারণ ওই বছরে জন্মালে গ্রহ নক্ষত্র নাকি বাড়তি সুবিধা পাইয়ে দেবে অধিনায়কদের। তাহলে কে জিতবেন বিশ্বকাপ?

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রকাশ করা প্রতিবেদনে লোবোর যুক্তি অনুযায়ী বলা হচ্ছে, ব্রাজিলের কোনো সম্ভাবনা নেই, কারণ সেলেকাওদের নিয়মিত অধিনায়ক নেইমারের জন্ম ১৯৯২ সালে। পাঁচবারের বিশ্বসেরাদের নতুন অধিনায়ক হিসেবে শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামেন গ্যাব্রিয়েল জেসুস। ম্যানচেস্টার সিটির এই তারকা বয়স মাত্র ২১।