• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২২ বছরের আক্ষেপ ঘুচাতে পারবে পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক

  ০১ জুন ২০১৮, ১৫:৩৭

২২ বছর আগে অর্থাৎ ১৯৯৬ সালে ইংল্যান্ডের মাটিতে শেষ টেস্ট সিরিজ জিতেছিলো পাকিস্তান। এরপর আর ইংল্যান্ডের মাটি থেকে টেস্ট সিরিজের ট্রফি আনতে পারেনি তারা। তবে এবার সুযোগ এসেছে। শুক্রবার ২২ বছরের আক্ষেপ ঘুচানোর মিশন নিয়ে মাঠে নামবেন সরফরাজ আহমেদরা।

দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে লর্ডসে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই অসাধারণ পারফরম্যান্স করে স্বাগতিকদের বিপক্ষে জিতেছে পাকিস্তান। আর এই জয়ই মূলত খুলে দিয়েছে ২২ বছরের পুরোনো আক্ষেপ ঘুচানোর দরজা। আজ থেকে শুরু হওয়া টেস্টটি ড্র করলেই ট্রফি উঠছে সরফরাজের হাতে। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। সেবার ২-২ ব্যবধানের ড্র নিয়ে দেশে ফিরেছিল তারা।

শুক্রবার থেকে হেডিংলিতে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ইংলিশদের জন্য যা সিরিজ বাঁচানোর লড়াই। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে টেস্টটি।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাশিয়ায় খেলার অনুমতি পেলেন পেরু অধিনায়ক
--------------------------------------------------------