• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস লিগের শিরোপা দিয়েই পদত্যাগ করলেন জিদান

স্পোর্টস ডেস্ক

  ৩১ মে ২০১৮, ১৭:৪৭

রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জিনেদিন জিদান। আজ বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। খবর ইন্ডিপেন্ডেটের।

গত শনিবার রাতে টানা তৃতীয় বার উয়েফা চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর হুট করে এমন সিদ্ধান্ত সবাইকেই অবাক করে দিয়েছে। সামাজিকযোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

২০০১ থেকে ২০০৬ সাল থেকে স্প্যানিশ দলটির হয়ে ১৫৫টি ম্যাচ খেলেছেন ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে সেরা এই ফুটবলার।

২০১৪ সালে রিয়ালের ‘বি’ টিমের দায়িত্ব নেন। দুই বছর পর রাফায়েল বেনিতেজের বদলে মূল দলের দায়িত্বগ্রহণ করেন।

সংবাদ সম্মেলন জিদান বলেন, যা চেয়েছি রিয়াল আমাকে সবকিছুই দিয়েছে। এমন সিদ্ধান্তের পর ক্লাব থেকে আমি বিচ্ছিন্ন হচ্ছি না। অনেকেই এতে খুশি হবে না জানি। তবে এটাও জানি এটাই উপযুক্ত সময়। এই পরিবর্তনটি দলের খেলোয়াড়দের জন্যও দরকার ছিলো।
--------------------------------------------------------
আরও পড়ুন : আফ্রিদির সঙ্গে ‘সহবাস’ নিয়ে যা বললেন আরশী
--------------------------------------------------------

ইউক্রেনের কিয়েভে চলতি সপ্তাহে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে লস ব্লাঙ্কোসদের ১৩তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেন জিদান।

৪৫ বছর বয়সী এই তারকা আরও বলেন, তিন বছর কোচিং করানোর পর এটাই সেরা সময় সিদ্ধান্ত নেয়ার। আমি জানি আমার কি করা উচিৎ।

ভক্তদেরকে ধন্যবাদ জানিয়ে ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, কোচ হিসেবেই নয় খেলোয়াড় হিসেবেও মাদ্রিদের সমর্থকরা আমাকে অনেক সহযোগিতা করেছেন।

রিয়ালের ভক্তদের প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে। যখন খারাপ সময় গেছে তাদেরকে পাশে পেয়েছি।

আরও পড়ুন :

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh