• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাতে লর্ডসে নামছে তামিম-আফ্রিদির বিশ্ব একাদশ

স্পোর্টস ডেস্ক

  ৩১ মে ২০১৮, ১০:১৫

মোর দ্যান এ টি-টোয়েন্টি। ক্রিকেটকে ছাপিয়ে আজ লর্ডসে টি-টোয়েন্টি প্রীতিম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে তামিম ইকবালের বিশ্ব একাদশ। বিশ্ব একাদশের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়। দেখাবে সনি লাইভ।

গত বছর ঘূর্ণিঝড় ‘ইরমার’ ও ‘মারিয়ার’ আঘাতে ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। যার আঘাত এখনো কাটিয়ে উঠতে পারেনি নিম্ন আয়ের দেশগুলো। তাদের সাহায্য করার জন্যই এই প্রীতি ম্যাচটির আয়োজন করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিশ্ব একাদশে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তবে কয়েকদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে এই ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব। তার পরিবর্তে একাদশে আসেন নেপালি স্পিনার সন্দীপ লামিশানে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ছোট পর্দায় আজকের খেলা
--------------------------------------------------------

এর আগে গত বছর পাকিস্তানে ক্রিকেট ফেরাতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বিশ্ব একাদশ। সেখানেও বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছিলেন তামিম।

প্রথম দিকে ইংলিশ অধিনায়ক মরগান বিশ্ব একাদশের অধিনায়কের দায়িত্বে থাকলেও একেবারে শেষ পর্যায়ে এসে ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে মরগান। দলটির কোচ হিসেবে থাকছেন অভিজ্ঞ অ্যান্ডি ফ্লাওয়ার। বিশ্ব একাদশের থেকেও বেশি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ একাদশ।

এদিকে ক্যারিবীয়দের হয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন আন্দ্রে রাসেল। তাছাড়া টি-টোয়েন্টির মাস্টার খ্যাত ক্রিস গেইল তো আছেনই। অধিনায়কের দায়িত্ব পালন করবেন কার্লস ব্র্যাথওয়েট।

বিশ্ব একাদশ স্কোয়াড
শহীদ আফ্রিদি (পাকিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), মিশেল ম্যাকগ্লাশান (নিউজিল্যান্ড), দীনেশ কার্ত্তিক (ভারত), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লুক রঙ্কি (নিউজিল্যান্ড), শোয়েব মালিক (পাকিস্তান), সন্দিপ লামিচান (নেপাল), আদিল রশিদ (ইংল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), স্যাম বিলিংস (ইংল্যান্ড), স্যাম কুরান (ইংল্যান্ড), রশিদ খান (আফগানিস্তান), টাইমাল মিলস (ইংল্যান্ড)।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কার্লস ব্র্যাথওয়েট, সামিউল বাদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, আশলে নার্স, কেমো পাওল, রভমান, পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন সামুয়েলস, কেসরিক উইলিয়ামস।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh