• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিরোপার জন্য সব বাঁধা পার করতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক

  ২৯ মে ২০১৮, ১১:৩২

২০১৪ সালে কোয়ার্টার ফাইনালে কলোম্বিয়ার বিপক্ষে চোট পেয়ে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। তার পরে যা ঘটেছিল তা ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফলতম দলটির জন্য কলঙ্কজনক। নিজেদের মাটিতে জার্মানির বিপক্ষে বিধ্বস্ত হয় সেলেকাওরা। ইউরোপের দেশটি ৭-১ গোলে হারায় স্বাগতিকদের।
গত ফেব্রুয়ারিতে ফ্রেঞ্চ লিগে অলিম্পিক মার্শেইর বিপক্ষে ম্যাচে ফের ইনজুরিতে পড়েন নেইমার। এতে চলতি বছরের বিশ্বকাপ থেকেও ছিটকে যাবার শঙ্কা দেখ দেয় প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ফরোয়ার্ডের। অবস্থা বেগতিক দেখে ২৬ বছর বয়সীর পায়ে অস্ত্রোপচার করাতে হয়। তবে সপ্তাহখানেক আগে অনুশীলনে ফিরেন নেইমার। এরপর স্বদেশে ফিরে যোগ দেন দলের বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্পে।

সম্প্রতি দলের সঙ্গে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে গিয়েছেন। আর এ নিয়ে ইন্সট্রাগ্রামে একটি ছবিও প্রকাশ করেন। এর ক্যাপশনে নেইমার লিখেন, ‘হাঁটা শুরু করেছি এবং এখন তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি।

তিনি আরও লিখেছেন, আমি জানি আমাকে অনেক বাঁধার সম্মুখীন হতে হবে, কিন্তু আমি অসম্ভব কিছু করবো তোমাকে ছুঁয়ে দেখার জন্য।'

নেইমার লিখেছেন, ‘গৌরবের অভিমুখে, হেক্সার (ষষ্ঠ শিরোপা) অভিমুখে।'