• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চার দিনেই দাপুটে জয় পাকিস্তানের

অনলাইন ডেস্ক
  ২৭ মে ২০১৮, ২১:২৯

মাত্র চার দিনেই শেষ প্রথম টেস্ট! নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের পরাজয় সেটিও আবার চার দিনেই। হারটা অবশ্য প্রথম দিনেই আচ করতে পেরেছিল ইংলিশরা।

লর্ডসে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে মোহাম্মদ আব্বা-হাসান আলীদের দূর্দান্ত বোলিংয়ে মাত্র ১৮৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

ইংল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৩৬৩ রান। ইংলিশরা চাপা পড়ে যায় এখানেই।

পাকিস্তানের দেয়া ৩৬৩ রান টপকে লিড দিতে যেয়ে শুরুটা ভালোই হয় ইংল্যান্ডের। দ্বিতীয় ইনিংসে আসে ৩টি অর্ধশত রানের ইনিংস। কিন্তু মোহাম্মদ আমীর আর মোহাম্মদ আব্বাসের দাপুটে বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত সুবিধা করে উঠতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা।

--------------------------------------------------------
আরও পড়ুন : ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে সাকিবরা
--------------------------------------------------------

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সকালেই গুটিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মোট ৮২.১ ওভার ব্যাটিং করে ২৪২ রানের সংগ্রহে পাকিস্তানের সামনে মাত্র ৬৫ রানের লিড ছুড়ে দেয় ইংল্যান্ড।

৮ বছর আগে এই ইংলিশদের বিপক্ষে ফিক্সিং কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া মোহাম্মদ আমীর পান ম্যান অব দি ম্যাচের পুরস্কার।

আমীর আর আব্বাস নেন ৪ টি করে উইকেট। সাদাব খান নেন ২ উইকেট।

জয়ের জন্য ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই চতুর্থ দিনে জয় তুলে নেয় সফরকারী পাকিস্তান।

উল্লেখ্য, ১৯৯৫ সালের পর নিজেদের মাটিতে কোনো দলের বিপক্ষেই সিরিজের প্রথম টেস্ট হারেনি ইংলিশরা।

আরও পড়ুন :

এমআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh