• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাকিব-রশিদে দ্বিতীয় শিরোপার পথে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক

  ২৬ মে ২০১৮, ০৮:৫২

গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছিল। কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এসে ডু প্লেসির অসাধারণ ব্যাটিং নৈপুন্যে পরাজয়বরণ করে ফাইনালের অপেক্ষা করতে হয় তাদের। অবশেষে গতরাতে কলকাতা নাইরাইডার্সকে ১৩ রানে হারিয়ে কাঙ্ক্ষিত ফাইনালের চেন্নাইয়ের পর জায়গা করে নিলো হায়দরাবাদ। এদিন ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান ও রশীদ খান।

আগামী ২৭ মে একাদশতম টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

--------------------------------------------------------
আরও পড়ুন : নাপোলির ডাগআউটে আনচেলত্তি
--------------------------------------------------------

শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিতে টস জিতে কলকাতা নাইটরাইডার্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে কিছুটা ধীর গতিতে ইনিংস শুরু করেন শেখর ধাওয়ান ও ঋদ্ধিমান সাহা। প্রথম ৭ ওভারেই দলীয় স্কোরের ঘরে ৫৬ রান যোগ করেন এ দুই ওপেনার। ৮ম ওভারে ধাওয়ান যাদবের বলে ফিরে গেলে প্রথম মোড়ক লাগে হায়দরাবাদ শিবিরে। ওই একই ওভারের ৫ম বলে অধিনায়ক কেন উইলিয়ামসনকেও ফেরত পাঠান যাদব।