• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়া বিশ্বকাপে ম্যানসিটির রেকর্ড

স্পোর্টস ডেস্ক

  ২৪ মে ২০১৮, ১৬:৪৮

ঘড়ির কাঁটা ঘুরে দ্রুতই কাছে চলে আসছে। এরপরই পর্দা উঠতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। বিশ্বসেরা হওয়ার এ আসরে তুমুল যুদ্ধে অবতীর্ণ হবে ৩২ দেশ। টানা এক মাস চলবে এ যুদ্ধ। একবিংশতম ফুটবল বিশ্বকাপে মাঠ মাতাবেন বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়রা। তাদের পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব।

এবারের আসরের সকল খেলোয়াড়ই কেউ না কেউ বিশ্বের বিভিন্ন লিগের মাঠ মাতিয়ে বেড়িয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ, বুন্দেসলিগা, ফ্রেঞ্চ ওপেন বিভিন্ন দেশের লিগগুলোতে ভালো খেলা তারকারাই জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েছেন।

এতক্ষণ এগুলো বলার কারণ হলো রাশিয়া বিশ্বকাপে বিভিন্ন ক্লাব থেকে সুযোগ পাওয়া খেলোয়াড়দের তালিকায় সবার উপরের ক্লাব হিসেবে রেকর্ড গড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। বিশ্বকাপে কোনো দল হিসেবে না থেকেও আলোচনায় ম্যানসিটি। এবারের বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।
--------------------------------------------------------
আরও পড়ুন : গ্রুপ বি’র সেরা তারকারা
--------------------------------------------------------

এবারের বিশ্ব মঞ্চে পারফরম করবেন ম্যানসিটির ১৭ খেলোয়াড়। এর মধ্য দিয়ে প্রথম কোনো ক্লাবের হয়ে খেলা এতজন খেলোয়াড় ফুটবলের সর্বোচ্চ আসরে অংশ নিতে যাচ্ছেন।

এর আগে রেকর্ডটি ছিল আরেক ইংলিশ ক্লাব আর্সেনালের দখলে। ২০০৬ বিশ্বকাপে গানারদের ১৫ খেলোয়াড় অংশ নেন বিশ্বকাপে।

সিটির বিশ্বকাপ তারকারা

আর্জেন্টিনা : নিকোলাস ওতামেন্দি, সার্জিও আগুয়েরো
ব্রাজিল : এডারসন, দানিলো, ফার্নান্দিনহো, গ্যাব্রিয়েল জেসুস
জার্মানি : ইলকেয় গুন্দোগান, লেরয় সানে
ইংল্যান্ড : ফাবিয়ান দেল্ফ, জন স্টোনস, কাইল ওয়াকার, রাহিম স্ট্রার্লিং
বেলজিয়াম : ভিনসেন্ট কোম্পানি, কেভিন ডি ব্রুইনে
স্পেন : ডেভিড সিলভা
ফ্রান্স : বেনজামিন মেনদি
পর্তুগাল : বার্নার্ডো সিলভা

আরও পড়ুন :

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
X
Fresh