• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

টস হেরে ব্যাট করছে কলকাতা

স্পোর্টস ডেস্ক

  ২৩ মে ২০১৮, ১৯:৪৭

কলকাতা নাইট রাইডার্স গ্রুপ লিগের শেষ তিন ম্যাচে জয় পেয়েছে। পরপর হারিয়েছে পাঞ্জাব সুপার কিং, রাজস্থান রয়ল্যালস ও সান রাইজার্স হায়দরাবাদকে। সব জল্পনা কাটিয়ে কলকাতা তিন নম্বর দল হিসাবে এবারও আইপিএল প্লে-অফে উঠেছে। কয়েকটি ম্যাচে থমকে গেলেও দীনেশ কার্তিকের নেতৃত্বে দারুণ পারফরম্যান্স করেছে কেরেআর।

আজ বুধবার ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে আইপিএল এলিমিনেটরে নেমেছে কলকাতা। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে।

রাজস্থান এবারের আইপিএলের খুব শক্তিশালী দলগুলোর মধ্যে পড়ে না। তবে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঙ্গার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাবের মতো দল ছিটকে যাওয়ায় সেই ফাঁকে শেষ চারে উঠে পড়েছে রাজস্থান।

-------------------------------------------------------
আরও পড়ুন : ভিলিয়ার্স রাজত্বের সমাপ্তি
--------------------------------------------------------

১৪ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে রাহানের দল। তবে এলিমিনেটরে কলকাতার ঘরের মাঠে খেলা হওয়ায় পরিস্থিতি একেবারেই সহজ হবে না তাদের জন্য। তার উপরে দলের দুই নির্ভরযোগ্য বিদেশি জস বাটলার ও বেন স্টোকস জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরে গিয়েছেন।

এই অবস্থায় রাজস্থান দলে সেই অর্থে বিধ্বংসী কেউ নেই যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। একমাত্র সঞ্জু স্যামসন রয়েছেন। তবে লিগের শেষ দৌঁড়ে এসে তিনি কিছুটা ফর্ম হারিয়ে ফেলেছেন।

অধিনায়ক রাহানে টি-টোয়েন্টি ফর্মে নেই। কয়েকটি ম্যাচে রান পেলেও টিটোয়েন্টির বিধ্বংসী ব্যাটিং তার মধ্যে দেখা যায়নি। এক্ষেত্রে চারজনের উপরে রাজস্থানের ব্যাটিং নির্ভর করবে। সঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠী, হেনরিক ক্লাসেন ও কৃষ্ণাপ্পা গৌতম। চারজনই মারমুখী ব্যাটিং করেন। কোনও দুজন জ্বলে উঠলে কলকাতাকে মুশকিলে ফেলা যেতে পারে।

কলকাতা দল

ক্রিস লিন, সুনীল নারিন, রবীন উথাপ্পা, নীতীশ রানা, শুভমান গিল, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (অধিনায়ক), পীযূষ চাওলা, জেভন সার্লেস, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব।

রাজস্থান দল

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, হেনরিক ক্লাসেন, কৃষ্ণাপ্পা গৌতম, স্টুয়ার্ট বিনি, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, ইস সোধি, জয়দেব উনাদকাট, বেন লাফলিন।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দ্রাবাদকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বেঙ্গালুরু
জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
চেন্নাইয়ের হয়ে খেলা এবং ধোনিকে নিয়ে যা বললেন মোস্তাফিজ
বাংলাদেশ সিরিজের জন্য আইপিএল ছাড়ছেন রাজা!
X
Fresh