• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপের ‘থিম সং’ গাইবেন যারা

স্পোর্টস ডেস্ক

  ২৩ মে ২০১৮, ১৪:০৬

বিশ্বকাপের মতো মহা আয়োজনের একটা বড় অংশ জুড়ে রয়েছে থিম সং, যা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে প্রতিবার। খেলার প্রতি আবেগ অনুভূতি প্রকাশের একটা উপকরণ হয়ে থিম সংসহ বিখ্যাত শিল্পীদের গান ক্রীড়ামোদীদের মনে ভিন্ন মাত্রা এনে দেয়।

ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ের ধারণাটি চালু হয়েছিল ১৯৬২ সালে চিলিতে অনুষ্ঠিত বিশ্বকাপে। সেটি ছিল ‘এল রক দেল মুন্দিয়াল’।

বিশ্বকাপ ইতিহাসের প্রথম অফিসিয়াল থিম সং এটি। সে সময় জনপ্রিয় ব্যান্ড দ্য র‌্যাম্বলার্সের এই গানটি তেমন জনপ্রিয়তা না পেলেও বিশ্বকাপ ইতিহাসে একটা মাইল ফলক হয়ে আছে।

১৯৯০ সালে জিয়ানা নান্নিনি ও এদুয়ার্দো বেনেতোর ‘আনস্টেট ইতালিয়ানা’ শিরোনামের থিম সং অনেকের মতে বিশ্বকাপের জনপ্রিয় গানগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। কারণ গানটির কথা ও সুর খেলায় প্রতি উন্মাদনা আনার বিষয়টি ছিল প্রগাঢ়।