• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন মেসি-নেইমার

স্পোর্টস ডেস্ক

  ২৩ মে ২০১৮, ১২:৩০

ঘড়ির কাঁটা ঘুরে দ্রুতই কাছে চলে আসছে। এরপরই পর্দা উঠতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। বিশ্বসেরা হওয়ার এ আসরে তুমুল যুদ্ধে অবতীর্ণ হবে ৩২ দেশ। টানা এক মাস চলবে এ যুদ্ধ। একবিংশতম ফুটবল বিশ্বকাপে মাঠ মাতাবেন বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়রা। তাদের পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব। এবারের বিশ্বকাপে যারা আলোচনার তুঙ্গে। তারা হলেন লিওনেল মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনালদো।

ক্লাব ফুটবলের মৌসুম শেষে বিশ্বকাপকে কেন্দ্র করে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি। অন্যদিকে ইনজুরি কাটিয়ে একইদিনে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ব্রাজিলের সেনসেশন নেইমার।

বার্সেলোনায় মৌসুমের শেষ ম্যাচ শেষে দেরি না করেই আর্জেন্টিনার উদ্দেশ্যে উড়াল দেন মেসি। গতকালই আর্জেন্টিনার অনুশীলনে দলের সঙ্গে যোগ দেন তিনি। বার্সেলোনার হয়ে টানা খেললেও কোনও বিশ্রাম নেননি মেসি। সোমবারই তিনি উড়াল দেন জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার উদ্দেশ্যে। আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ‘ওলে’র খবর, বার্সেলোনা ফরোয়ার্ড পৌঁছে গেছেন আর্জেন্টিনায় এবং যোগ দিয়েছেন দলের সঙ্গে।

--------------------------------------------------------
আরও পড়ুন : যেভাবে বিশ্বকাপে গোল্ডেন বল, বুট ও গ্লাভস ট্রফি
--------------------------------------------------------