• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এভারেস্টের চূড়ায় ভালোবাসার মেসি

স্পোর্টস ডেস্ক

  ২৩ মে ২০১৮, ১১:৩১

ভক্তদের ভালোবাসার নিদর্শন বিশ্বজুড়ে প্রায়ই দেখা যায়। কাউকে আইডল মেনে তার মতো করে চুল রাখা কিংবা তার ট্যাটু শরীরে আঁকা ইত্যাদি হরহামেশাই হয়ে থাকে। কিন্তু কখনো কি শুনেছেন সেই আইডলকে সঙ্গে নিয়ে এভারেস্ট জয় করতে? কি পাঠক অবাক হলেন?

বর্তমান সময়ে বিশ্ব ফুটবল রাজত্বের রাজাই বলা যায় তাকে। নিজের বাঁ পায়ের জাঁদুতে মাতিয়ে যাচ্ছেন পুরো বিশ্ব। তিনি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পৃথিবীর সব প্রান্ত জুড়েই রয়েছে তার পাগল ভক্ত। এবার এক পাগল ভক্তের দেখা মিললো। যে কিনা নেপালের মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেও প্রকাশ করেছেন মেসির প্রতি ভালোবাসা।

চীনের নাগরিক দান জেনলুউবো। গত ১৮ মে ৮৮৪৮ মিটার উঁচু নেপালের মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেন। আর চূড়ায় উঠে মেসির আর্জেন্টিনার নাম এবং নম্বর সহ একটি জার্সি প্রদর্শন করেন। পরবর্তীতে সেই প্রদর্শনের একটি ছবি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

--------------------------------------------------------
আরও পড়ুন : জার্মানিকে মরণ কামড় দিতে চায় সুইডেন
--------------------------------------------------------

তার পরেই ছবিটি ভাইরাল হতে থাকে। যা মেসির চোখকেও এড়াতে পারেনি। ভক্তের এমন কান্ড দেখে অবাক এই আর্জেন্টাইন তারকা। তাইতো এই পাগল ভক্তকে সম্মান আর ধন্যবাদ জানাতেও দেরি করেননি এই বিশ্বসেরা ফুটবলার।

গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পাগল ভক্ত জেনলুউবোর ছবি পোস্ট করে তাকে ধন্যবাদ জানান মেসি। ছবির ক্যাপশনে মেসি লিখেন, মাউন্ট এভারেস্ট জয় করার জন্য ধন্যবাদ দান জেনলুউবো। এটি একটি অসাধারণ অর্জন। আর সেখানে আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্য আরো অনেক ধন্যবাদ তোমাকে।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
X
Fresh